ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

প্রকাশিত: ২১:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

অভিনেতা বাডি ডুরেস

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘গুড টাইমস’ খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা বাডি ডুরেস। গত বছরের নভেম্বরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তবে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছে অভিনেতার ভাই ক্রিস্টোফার স্টাসিস।

সংবাদমাধ্যম পিপল ডটকম অভিনেতার ভাইয়ের বরাত এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে ডুরেসের। ‘গুড টাইমস’ ও ‘হ্যাভেনস নৌজ হোয়াট’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন ডুরেস।

১৯৮৫ সালের মে মাসে নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডুরেস। সাফদি ব্রাদার্সের দুটি ইন্ডি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে ‘হ্যাভেন নৌজ হোয়াট’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় তার।

এরপর ‘পারসন টু পারসন’, ‘দ্য মাউন্টেন’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৬ সালে একটি টিভি সিরিজেও অভিনয় করিছলেন এ অভিনেতা।

এ অভিনেতা ২০১৭ সালে বেনি ও জশ সাফদির ‘গুড টাইমস’ সিনেমার মাধ্যমে পরিচিত লাভ করেন। ক্রাইম-িথ্রিলার ধরানার এ সিনেমায় অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে অভিনয় করেছিলেন ডুরেস।

 

এস

×