ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শ্রেয়সের অসুস্থতা নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

প্রকাশিত: ১৮:২৩, ২১ ডিসেম্বর ২০২৩

শ্রেয়সের অসুস্থতা নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

বলিউড অভিনেতা শ্রেয়স ও তাঁর স্ত্রী দীপ্তি 

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বুধবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী দীপ্তি তালপাড়ে।

শ্রেয়স বাড়ি ফেরার পর ইনস্টাগ্রামে তাঁর স্ত্রী দীপ্তি লিখেছেন, ‘আমার জীবন, শ্রেয়স বাড়ি ফিরেছে। আমি সব সময় ওর সঙ্গে ঝগড়া করতাম, শেষ পর্যন্ত আমি কার ওপর আস্থা রাখব? আজ আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি। তিনি হলেন ঈশ্বর। যেদিন সন্ধ্যাবেলায় আমার জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছিল, তখন তিনি আমার সঙ্গে ছিলেন। আমার মনে হয় না যে এ জীবনে আর কখনো তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলব।’দীপ্তি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেসময় তাঁদের পাশে দাঁড়ানো মানুষদের। সঙ্গে দীপ্তি ধন্যবাদ জানিয়েছেন বন্ধু, আত্মীয়স্বজন ও সিনেমাজগতের মানুষদের।

উল্লেখ্য, ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংও করেছিলেন। সেদিন শুটিং শেষে বাড়ি ফিরে স্ত্রী দীপ্তিকে জানান যে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জ্ঞান হারান অভিনেতা। এরপর পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরি বেলভিউ হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়।

শ্রেয়সের বন্ধু তথা অভিনেতা-প্রযোজক সোহম জানান, শ্রেয়সের স্ত্রী দীপ্তির উপস্থিত বুদ্ধির জোরেই শ্রেয়স এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন। একদম সঠিক সময়ে হাসপাতালে খবর দিয়েছিলেন তিনি।

একাধিক ব্যবসাসফল হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। বিশেষ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। দুই দশকের ক্যারিয়ারে শ্রেয়স ৪৫ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার শুটিং। এতে দেখা যাবে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়স তালপাড়সহ একঝাঁক তারকাকে।

এস

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার