ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শীতে রুপের আগুন ছড়ালেন কুসুম

প্রকাশিত: ২১:৫৯, ১১ ডিসেম্বর ২০২৩; আপডেট: ২৩:৫০, ১১ ডিসেম্বর ২০২৩

শীতে রুপের আগুন ছড়ালেন কুসুম

আবেদনময়ী রূপে অভিনেত্রী কুসুম শিকদার।

অভিনেত্রী কুসুম শিকদার পর্দায় নিয়মিত নেই। তবে প্রায় পাঁচ বছর পর নিজের ছবি প্রযোজনার মাধ্যমে ফের পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এছাড়া, রুপের মুগদ্ধতা ছড়িয়ে প্রায়ই খবরের শিরোনাম হন কুসুম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবারও রুপের আগুন ছড়িয়েছেন কুসুম শিকদার। আর এই ছবি ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, আবেদনময়ী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন এই নায়িকা। কালো ও কালারফুল পোশাকে বেশকিছু পোজে ছবি তোলেন কুসুম। আর সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন এই অভিনেত্রী।কুমুম শিকদারের পোস্টে বিভিন্নজন নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ আগুনের প্রতীকী স্টিকারও দিয়েছেন। মন্তব্যে সাজিন আহমেদ বাবু লেখেন, ‘কালোর মাঝে আলোর বিন্দু, নাকি আলো ওই হরিণী চোখের বাঁকা চাহনি; মিস্টি ঠোঁটের স্লেশ হাসি।’ আর এই মন্তব্যের রিপ্লাইতে ভালোবাসার স্টিকার দিয়েছেন কুসুম। রিফাট লেখেন, ‘নেট দুনিয়ায় ঝড় উঠেছে কুসুম আপি।’আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজিত এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে কুসুম শিকদারের। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।কুসুম শিকদার ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০১০ সালে গহীনে শব্দ দিয়ে কুসুম শিকদারের বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়। তার দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ-এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন এবং তার অভিনীত পরবর্তী চলচ্চিত্র শঙ্খচিল-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয় ছাড়াও কুসুম শিকদার একজন সঙ্গীত শিল্পী। কুসুমের প্রথম একক অ্যালবাম তুমি আজ কত দূরে প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর তার দুটি মিশ্র অ্যালবাম জীবনের যত পাওয়া এবং অদল বদল বের হয় যথাক্রমে ২০০০ এবং ২০০১ সালে। দীর্ঘ ১৬ বছর পর "নেশা" শীর্ষক তার একটি একক গান প্রকাশিত হয় ৩ আগস্ট, ২০১৭।
 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×