ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘পারসন অব দ্য ইয়ার’ টেইলর সুইফট

প্রকাশিত: ১৭:৫০, ৭ ডিসেম্বর ২০২৩

‘পারসন অব দ্য ইয়ার’ টেইলর সুইফট

মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট

টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ হয়েছেন মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট। মূলত এই সম্মাননা কোনো ইভেন্ট বা ব্যক্তিকে দেওয়া হয়, যা গত বছরে বিশ্বব্যাপী ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।

পুরস্কার পেয়ে সুইফট জানান, তার জীবনে এটি সবচেয়ে গর্বের ও খুশির মুহূর্ত।

টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকব বলেন, মার্কিন পপ আইকন সুইফট এমন এক ব্যক্তিত্ব, যিনি নিজেই নিজের গল্পের লেখক ও নায়ক।

উল্লেখ্য, সুইফটের ইরাস ট্যুর নিয়ে নির্মিত হয়েছে সিনেমা। বিশ্বজুড়ে সেটি আয় করেছে ২৪৯ মার্কিন ডলার, যা কনসার্ট সিনেমা হিসেবে ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি একমাত্র শিল্পী হিসেবে টেইলরের ৫টি অ্যালবাম মার্কিন টপ ১০ চার্টে স্থান করে নিয়েছে।

 

এস

×