ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নুসরাতের বিরুদ্ধে ২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ১৬:৩৩, ১ আগস্ট ২০২৩; আপডেট: ১৭:২৪, ১ আগস্ট ২০২৩

নুসরাতের বিরুদ্ধে ২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

নুসরাত জাহান

অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় তিনি কয়েক জন বয়স্ক নাগরিককে নিয়ে ইডির কাছে গিয়েছিলেন। 

তার অভিযোগ, বেশ কয়েক জনের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল নুসরতের সংস্থা। কিন্তু ফ্ল্যাট মেলেনি।

মঙ্গলবার আরও এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, ওই টাকাতেই ফ্ল্যাট কিনছেন নুসরাত। সেই ফ্ল্যাটের দাম এক কোটি ৫৫ লাখ টাকা।

নুসরাত জানান, এখনই এ বিষয়ে কিছু বলতে চান না। নুসরাত তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যথা সময়ে জবাব দেবেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন>> ওপার বাংলার সিনেমায় পরীমণি

নুসরত প্রসঙ্গে শুভেন্দু বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিরাট দুর্নীতি! বয়স্ক লোকজনেরা আমার কাছে এসেছিলেন। আমি শঙ্কুকে (বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা) দায়িত্ব দিয়েছিলাম। বসিরহাটের তৃণমূল সাংসদ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রবীণ মানুষদের টাকা নিয়ে সাংসদ নিজে এক কোটি ৫৫ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে নিয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসআর

×