
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামণি।
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামণিকে কখনো চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। কেনো এই দৃশ্য এড়িয়ে গেছেন এই অভিনেত্রী? সম্প্রতি নিউজ ১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন প্রিয়ামণি।
সাক্ষাৎকারে প্রিয়ামণি বলেন, আমি অনস্ক্রিনে চুমুর দৃশ্যে অভিনয় করব না। আমি জানি এটি শুধু অভিনয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এর উপযুক্ত নই। পর্দায় অন্য পুরুষকে চুম্বন করতে হলে আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমি গালে চুম্বন ছাড়া আর কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। এমন অনেক প্রজেক্ট ছিল যেগুলোতে এ ধরনের দৃশ্য রয়েছে, কিন্তু আমি স্পষ্ট না করে দিয়েছি। আমি আমার পরিবারকে কোনো রকম প্রশ্ন করতে দেব না।
তিনি বলেন, আমি জানি, আমার কোনো সিনেমা মুক্তি পেলে দুই পরিবারই দেখবে। তারাও জানে অভিনেত্রী হিসেবে এটি আমার কাজ। কিন্তু আমি চাই না তারা আঁতকে উঠুক। আমি চাই না, আমার শ্বশরবাড়ির লোকজন বলুক— ‘বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে? কেন কেউ একজন তার হাত ধরছে?’ তারা কখনো এসব কিছু বলেননি। কিন্তু এটি আমার সিদ্ধান্ত।
এমএম