ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

নজির গড়লেন কীর্তি সুরেশ

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ২১ মার্চ ২০২৩

নজির গড়লেন কীর্তি সুরেশ

কীর্তি সুরেশ

নতুন এক নজির গড়লেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। একটা ছবির গোটা ইউনিটকে সোনার কয়েন উপহার দেন নায়িকা। সাধারণত ছবির সেটে নায়িকার স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা হয়। কিন্তু এ বার হল তার বিপরীত। নায়িকা দায়িত্ব নিলেন অন্যের খুশির, উপহার দিলেন সোনার গিনি। নায়িকার তরফ থেকে লাখ লাখ টাকার উপহার পাওয়া, তা-ও আবার এক গোটা ছবির কলাকুশলীর জন্য ব্যাপারটা বেশ বিরল। এর জন্য অভিনেত্রীর কত লাখ টাকা খরচ হল সেটি, শুনলে বিস্মিত হতে পারেন যে কেউ। এই মুহূূর্তে ‘দশেরা’ ছবি নিয়ে ব্যস্ত কীর্তি। শেষ দিনের শূটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। 
ছবির কলাকুশলী যে পরিমাণ পরিশ্রম করেছেন, সেই কারণে সকলকে ১০ গ্রামের সোনার গিনি দিলেন অভিনেত্রী। 
যার ফলে তার খরচ হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা। অ্যাকশন ড্রামায় ভরপুর ‘দশেরা’ মূলত একটি তেলুগু ছবি। যদিও মুক্তি পাবে গোটা ভারতজুড়ে। ছবি গল্প তেলঙ্গানার একটি সোনার খনিকে কেন্দ্র করে। 
ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ৩০ তারিখ।

×