
মুহিন
গীতিকবি জামাল হোসেনের কথায় ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’ শিরোনামের একটি গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নিলেন কন্ঠশিল্পী মুহিন। তার রেশ না কাটতেই এবার এ গীতিকবির কথায় প্রকাশ হচ্ছে কন্ঠশিল্পী কিশোরের ‘আঁচল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। কণ্ঠ দেবার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কিশোর নিজেই। এতে মডেল হয়েছেন অন্তু করিম ও অরিন। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
এটি দেখা যাবে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গীতিকবি জামাল হোসেন বলেন, একটু রোমান্টিক কথায় গানটি সাজানো হয়েছে। কিশোরের দরদকন্ঠে শ্রোতাদের মনে দাগ কাটবে এটি। এছাড়া গানের কথার গল্পের সঙ্গে মিল রেখে এর চিত্রায়ন করা হয়েছে। আমি চেষ্টা করছি বাংলা গানের সঙ্গে শ্রোতাদের ধরে রাখতে।