ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমার মুক্তি আলোয় আলোয় নবরাগ নিবেদন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ২৮ জানুয়ারি ২০২৩

আমার মুক্তি আলোয় আলোয় নবরাগ নিবেদন

অধ্যাপক ড. মাহবুবুল হক

নবরাগের দ্বিতীয় আয়োজন অনুষ্ঠিত হয় চট্টগ্রামের নন্দন কাননের ফুলকি মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন ভাষা বিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুবুল হক। তিনি বলেন, সংগীতের শুদ্ধ অনুশীলন বিশেষ করে রবীন্দ্রনাথের গানে পরিশুদ্ধ চর্চা ও প্রসারের ক্ষেত্রে নবরাগ বিশেষ ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং পথচলায় নান্দনিক অবস্থান তৈরি করবে। নবরাগ পরিচালক লাকী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ড. আনোয়ারা আলম ও শিল্পী শাহরিয়ার খালেদ।

প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রতন বিশ্বাস, রুমি চক্রবর্তী ও শ্রাবন্তী দাশ। দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আমন্ত্রিত সংগঠন নন্দন পরিবেশন করে কথা কাব্য গানে চিরদিনের রবি। এতে জয়ন্ত রায়ের সঞ্চালনায় সংগীতে অংশগ্রহণ করেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, অনিরুদ্ধ সেনগুপ্ত, আজিজুর রহমান তুহিন, তানজিনা তমা, বিথী পান্ডে ও ফেরদৌসী কাকলী।

×