ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথমবার ওয়েব ফিল্মে সোহানা সাবা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৬, ২ ডিসেম্বর ২০২২

প্রথমবার ওয়েব ফিল্মে সোহানা সাবা

.

প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করেছেন ভার্সেটাইল চলচ্চিত্র অভিনেত্রী সোহানা সাবা। রাকেশ বসুর গল্প, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অদিতি’ শিরোনামের ওয়েব ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন লোকেশনে এই ওয়েব ফিল্মের কাজ শেষে হয়েছে বলে জানান। সোহানা সাবা বলেন, ‘অদিতি’ মূলত একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম। যা কিছুদিন আগেই আমাদের সমাজে ঘটে গেছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো একটি মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম, যে সংগ্রামটা মূলত অদিতিরই সংগ্রাম। তাকে ঘিরেই মূলত এই ওয়েব ফিল্মের গল্প এগিয়ে যায়। ফিল্মটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। কারণ আমার পছন্দের কিছু সহশিল্পী ছিলেন, সেইসঙ্গে পুরো ইউনিটও ছিল বেশ ভালো লাগার। অদিতি চরিত্রটি বলা যায় বাংলার প্রতিটি ঘরে ঘরেই রয়েছে। একদম পরিচিত একটি চরিত্র। অদিতি যখন মুক্তি পাবে, খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করব। আমরা দেখবো যে, আরে এ কাজটা তো আমিও করেছিলাম, আমিও সেক্রিফাইস করেছিলাম। অদিতি-আসলে আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। বেশ যত্ন করেই রাকেশ ফিল্মটি নির্মাণ করার চেষ্টা করেছেন।
সোহানা সাবা অভিনীত ‘অসম্ভব’ সিনেমা সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষায় আছে। সরকারি অনুদানের এ সিনেমাটি পরিচালনা করেছেন অরুনা বিশ্বাস। সোহানা সাবা শেষ করেছেন আফজাল হোসেনের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। একজন ফেরদৌসের কাছ থেকেও অভিনয়ের অনেক কিছুই শিখেছেন সাবা। তিনি আরও ভালো ভালো গল্পের সিনেমায় কাজ করতে চান। সোহানা সাবা অভিনীত সিনেমাগুলো হচ্ছে কবরীর ‘আয়না’, মোরশেদুল ইসলামের ‘খেলা ঘর’, ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও সাইফ চন্দনের ‘আব্বাস’।

 

×