ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই গানে তসলিম হাসান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ২২ নভেম্বর ২০২২

দুই গানে তসলিম হাসান

তসলিম হাসান

একসঙ্গে নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন তসলিম হাসান। গান দুটির শিরোনাম ‘কোনো মানে নেই’ ও ‘কার আকাশে ওড়ো’। এর মধ্যে ‘কোনো মানে নেই’ গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। দুটি গানের একটি লিখেছেন প্রয়াত গীতিকার ওমর ফারুক বিশাল। গান দুটির সুর করেছেন জিয়া খান। সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পঙ্কজ। তসলিম হাসান বলেন, দারুণ কথা ও সুরের দুটি গানে কণ্ঠ দিয়েছি।

সস্তা কথা ও সুর থেকে বের হয়ে ভালো কিছু করার প্রচেষ্টা থেকেই এ দুটি গানের পরিকল্পনা করেছি। দুটি গানই শ্রোতার মনে দাগ কাটবে বলে আশা করছি।  প্রায় ৩০ বছর ধরে গান করে আসছেন তসলিম হাসান। ক্লাসিক্যাল বেজড শিল্পী মূলত তিনি। তবে সব ধরনের গানই করেন। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গানের সঙ্গে সখ্য ছিল তার বরাবরই। প্রবাসেও নিয়মিত বাংলা গান করতেন বলে জানান তিনি।

×