ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোটি ভিউয়ের ঘরে চম্পা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৫, ২ অক্টোবর ২০২২

কোটি ভিউয়ের ঘরে চম্পা

অভিনেত্রী চম্পা

 বড় পর্দার বর্ষীয়ান অভিনেত্রী চম্পা। সিনেমার বাইরে মাঝেমধ্যে টিভি নাটক-টেলিছবিতেও অভিনয় করেন তিনি। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে ‘অভাগিনী মা’ শিরোনামের একটি টেলিছবিতে দেখা যায় তাকে। এতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এবার তার অভিনীত টেলিছবিটি কোটি ভিউর ঘরে পৌঁছল।

এরইমধ্যে  টেলিছবিটি এক কোটির বেশি দর্শক দেখেছেন। এই অর্জনে উচ্ছ্বসিত টেলিফিল্মের নাট্যকার মানস পাল এবং পরিচালক গোলাম হাবিব লিটু। মানহীন নাম, অশ্লীল সংলাপে নাটকের দর্শক যখন বিরক্ত তখন ‘অভাগিনী মা’র এই অর্জন সত্যিই আশা জাগানিয়া! ভাল গল্পের নাটক দর্শক দেখে এই টেলিফিল্ম তার প্রমাণ। গল্পে দেখা যায়- মদের নেশায় আসক্ত বাবার বেঁচে দেয়া কন্যা একদিন ফিরে আসে  এনজিও কর্মী সেজে। সে জানতে চেষ্টা করে বাবা-মা কতটা লোভী হলে  তার সন্তানকে সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি করতে পারে? কিন্তু সে নিজের বাড়িতে এসে অন্য সত্যের মুখোমুখি হয়। সে না পারে নিজের পরিচয় মাকে দিতে, মা মেয়েকে চিনলেও না পারে বলতে- তুই আমার মেয়ে। বাবা আর বেঁচে নেই। ছোট্ট দুটো মেয়ে এবং পঙ্গু এক ছেলেকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয় তার মাকে। তাই ধনী বাবার ঘরে মানুষ হওয়া মেয়ে মায়ের দুহাত ভরিয়ে দিয়ে চিরতরে চলে যেতে চায়। কিন্তু মা মেয়ের সব দান ফিরিয়ে দেয়। নিজের মেয়ে জেনেও মা তাকে চলে যেতে বলে। খুব কষ্ট পায় মেয়ে। তার মা তাকে বলেছে- তার যে বড় মেয়েকে সবাই বেচে দিয়েছে বলে-সে আসলে জলে ডুবে মরে গিয়েছিল। শেষ দৃশ্যেই গল্পে নাটকীয় মোড় নেয়।  টেলিছবিতে আরও অভিনয় করেছে,শবনম ফারিয়া, জীবন রায়সহ অনেকে।

 

×