ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরিচয়ের রজতজয়ন্তী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২২

পরিচয়ের রজতজয়ন্তী

রবি চৌধুরী ও কুমার বিশ্বজিৎ

সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও রবি চৌধুরী। দুজনই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব। দুজনেরই গ্রামের বাড়ি চট্টগ্রামে। তারা একে অপরের শিল্পী প্রতিভাকে যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করেন সবসময়। রবি চৌধুরীর ভাষ্যমতে তারসঙ্গে কুমার বিশ্বজিতের পরিচয় আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে। সেই থেকে এখন পর্যন্ত কুমার বিশ্বজিতের সঙ্গে রবি চৌধুরীর চমৎকার সম্পর্ক বিদ্যমান। কারণ জার্নিটা পঁচিশ বছরের।
রবি চৌধুরী প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, রবির কণ্ঠটা-একটা অসাধারণ কণ্ঠ, এটা ভীষণ সত্যি। মানুষ হিসেব খুব খুব ভাল মনের। তার জন্য আমার সবসময়ই শুভ কামনা। তাকে আমি অনেক স্নেহ করি, ভালবাসি। রবি চৌধুরী কুমার বিশ্বজিৎ প্রসঙ্গে বলেন, দীর্ঘ পঁচিশ বছর আমার দেখা বিশ্ব দা সব বিষয়েই খুবই সচেতন একজন মানুষ। একজন শিল্পী হিসেবে যেন আরও বেশি। বিশেষ করে গানের কথা ও সুরের ব্যাপারে ভীষণ সচেতন। গানের কথা নিয়ে, সুর নিয়ে এত গবেষণা করতে আমি বাংলাদেশের আর কোন শিল্পীকে দেখিনি। এটা বিশেষ করে অডিও গানের ক্ষেত্রে আমি দেখেছি। আর এমনিতে বিশ্ব দা আমার প্রাণের মানুষ। আমি সবসময়ই দোয়া করি তিনি যেন ভাল থাকেন, সুস্থ থাকেন।

×