ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফ্রি সেলিনার রংবাজি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ১৬ আগস্ট ২০২২

আফ্রি সেলিনার রংবাজি

আফ্রি সেলিনার রংবাজি

এলাকায় আধিপত্য বিস্তারের কাহিনী নিয়ে নির্মিত হলো নাটক রংবাজজিয়াউদ্দিন আলমের পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী আফ্রি সেলিনাতার সঙ্গে দেখা যাবে সাইফ চন্দনকেতাদের দুজনের নানা রংবাজি নিয়ে এই নাটকের গল্পসম্প্রতি রাজশাহী শহরের মনোরম সব লোকেশনে নাটকটির শূটিং হয়েছেএতে আরও অভিনয় করেছেন রকি খান, এইচ কে স্বাধীন, মম শিউলি, শাহীন মৃধ্যা, ডেঞ্জার জনি, কামাল, জয়সহ অনেকে

নাটকটির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসাইন দিলনাটকটি প্রসঙ্গে আফ্রি বলেন, ‘কাজটি একটু ভিন্ন ঘরানারগল্পে শহর থেকে গ্রামে গিয়ে নানা রকম রংবাজি করতে আমাকে দেখা যাবেএ নির্মাতার সঙ্গে আমার আগেও কাজ করার অভিজ্ঞতা আছেতিনি বরাবরই গুচিয়ে কাজ করেনএ কাজটি করতেও বেশ ভাল লেগেছেএখন প্রচারে আসলে দর্শক কেমন ভাবে নেয় সেটিই দেখার অপেক্ষায় আছিসাইফ চন্দন বলেন, ‘আমি যখন একজন নির্মাতার চোখে রাজশাহী শহর দেখি, দারুণ লাগেযানজটবিহীন সুন্দর একটি শহরএখানে আমি আগেও কাজ করেছি

রাজশাহী খুব পছন্দের একটি শহর আমাররংবাজনাটকটির কাজ আমার প্রিয় এই শহরে করলাম খুব ভাল লেগেছেদর্শকরা কাজটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাসপরিচালক জিয়াউদ্দিন আলম জানান, শীঘ্রই নাটকটি কোন প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে

×