
লাল সিং চাড্ডা
বলিউড সুপারস্টার আমির খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’। ছবিটি মুক্তি পায় ১১ আগস্ট। মুক্তির ২৪ ঘণ্টা পেরুতেই উঠেছে বিতর্কের ঝড়। মুক্তির আগেই বয়কটের ডাক উঠেছিল। মুক্তির পর দুই দিনে মোট ১৯ কোটি রুপীর মতো আয় করেছে। কিছু সমালোচকের মতে, সিনেমাটি মানসম্মত হয়নি। আবার অনেকদিন ধরে আমির খানের বিরুদ্ধে ভারতে চলছে তীব্র নেতিবাচক প্রচারণা। তাকে ও তার সিনেমাকে বয়কটের ডাক দিয়ে আসছে হিন্দু সমাজ। যার ফলে বহু সিনেমা হলে সিনেমাটির শো বন্ধ করে দেয়া হচ্ছে।
এদিকে ভারতের মানুষ আমিরের সিনেমাকে বয়কট করলেও তা নজর কেড়েছে অস্কার কমিটির। সিনে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্সেসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বিশেষ বার্তা দেয়া হয়েছে। ‘লাল সিং চাড্ডা’ নির্মিত হয়েছে অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক হিসেবে। সেই সিনেমার সঙ্গে এই সিনেমার কিছু দৃশ্যের সমন্বয় ঘটিয়ে একটি ভিডিও আপলোড করেছে ‘দ্য অ্যাকাডেমি’। ক্যাপশনে দুটি সিনেমার প্রাথমিক বর্ণনা দেয়া হয়েছে। রিমেক হলেও ‘লাল সিং চাড্ডা’র গল্পটা সাজানো হয়েছে ভারতীয় প্রেক্ষাপটে। এটি নির্মাণ করেছেন অদ্বৈত চন্দন। এতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর, নাগা চৈতন্য প্রমুখ।
এ্যাকাডেমির পোস্টে ‘লাল সিংহ চড্ডা’র ভিডিয়োর ক্যাপশনে দুই ছবির তুলনা টেনে লেখা ছিল, রবার্ট জেমেকিস এবং এরিক রথের সেই গল্প। যেখানে সরল সাধারণ এক মানুষ দুনিয়া বদলে দিয়েছিল। অভিনয়ে টম হ্যাঙ্কস। আর এ দিকে অদ্বৈত চন্দন এবং অতুল কুলকার্নির লাল সিংহ চড্ডায় সেই ভূমিকায় আমির খান। উপরে ছিল দুই ছবির করমর্দনের ইমোজি।