ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শুধু গানেই নয় অভিনয়েও তারা...

এনআই বুলবুল

প্রকাশিত: ২১:৪৮, ২৯ জুন ২০২২

শুধু গানেই নয় অভিনয়েও তারা...

তাহসান, পড়শি

শুধু গানেই নয়, অভিনয়েও তারা মুগ্ধ করেছেন দর্শকদেরকেউ কেউ এখন নিয়মিত অভিনয়ও করছেনগানের শিল্পীদের অভিনয় নতুন নাসিনিয়র শিল্পীদেরও অনেকে টিভি নাটকে অভিনয় করে তাক লাগিয়েছেনএ তালিকায় আছেন ফাতেমা তুজ জোহরা, আগুন, পার্থ বড়ুয়া ও সামিনা চৌধুরীবর্তমান প্রজন্মের তাহসান ও পড়শী নিয়মিত অভিনয় করছেনতাহসান ২০০৪ সালে আফসানা মিমি পরিচালিত অফবিটনাটকে প্রথম অভিনয় করেনগত ঈদে মাবরুর রশিদ বান্নাহর আদার হাফও মাহমুদুর রহমান হিমির অবশেষেনামে দুটি নাটকে দেখা যায় তাবেছোটপর্দার পর সিনেমাতেও তিনি বাজিমাত করেনমুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিনছবিতে অভিনয় করে তিনি সিনেমার দর্শকের কাছেও প্রশংসিত হনজনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীও দুই পর্দার দর্শকদের চমকে দেনঢালিউড কিং শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো মেন্টালশিরোনামের একটি সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় আসেন তিনিদীর্ঘদিন পর গেল ঈদে সাজিন আহমেদ বাবুর মারিয়া ওয়ান পিসনাটকে দেখা যায় তাকেএ নাটকে তিনি বেশ আলোচনায় আসেনতারই ধারাবাহিকতায় আসছে ঈদে শাদী মোবারকশিরোনামের আরও একটি নাটকে তাকে দেখা যাবেপড়শী বলেন, ভাল গল্প ও চরিত্র পেলে উসব কেন্দ্রিক নাটকে তিনি অভিনয় করতে চান নিয়মিতএদিকে দীর্ঘ সময় পর অভিনয়ের মধ্য দিয়ে শোবিজে কামব্যক করেন এক সময়ের জনপ্রিয় পপ তারকা কানিজ সুবর্ণাজাহিদ হোসেনের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় শুরু হয়েছে সুবর্ণভূমিসিনেমার শূটিংএই সিনেমায় শেফালী চরিত্রে অভিনয় করছেন রংখ্যাত গায়িকাএর আগে একটি সিনেমার আইটেম গানেও তিনি পারফর্ম করেন বলে জানানকণ্ঠশিল্পীদের মধ্যে আগুনকেই বেশি সিনেমাতে দেখা গেছেতার অভিনয়ের সূত্রপাত হয় ১৯৯৭ সালে তার বাবা খান আতা পরিচালিত এখনও অনেক রাত চলচ্চিত্রের মাধ্যমে২০১২ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ঘেটুপুত্র কমলাচলচ্চিত্রেও অভিনয় করেনএছাড়া তাকে দেখা গেছে শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ৭১-এর মা জননীও সুমন ধর পরিচালিত অমি ও আইস্ক্রিমঅলাচলচ্চিত্রে।  চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করেছেন২০০৫ সালে তিনি অজানা সৈকতেএবং রঙের মানুষধারাবাহিক নাটকে অভিনয় করেন২০১৩ সালে তিনি ব্ল্যাক এ্যান্ড হোয়াইট, প্রবাসে পরবাসে ও কুয়াশার ভোর ধারাবাহিক নাটকে অভিনয় করেনএরপর আরও কিছু নাটকে অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হয়েছেনব্যান্ড তারকা পার্থ বড়ুয়া নিজেকে একজন অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেনতিনি বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেনএর মধ্যে মেড ইন চিটাগং’, ‘এফএনএফ’, ‘শেষ দুই দিন’, ‘এ জার্নি বাই লাভ’, ‘শহরতলীর আলো’, ‘সাদা আলো সাদা কালো’, ‘তোমায় ভেবে লেখা’, ‘ফিফটি ফিফটি’, খুঁটিনাটি খুনসুটিউল্লেখযোগ্যটিভি নাটকের বাইরে ২০১৬ সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত ও দর্শকপ্রিয় সিনেমা আয়নাবাজিতেও অভিনয় করেন তিনিএতে তার সাংবাদিক চরিত্রে করা অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলঅভিনয়ে নাম লেখেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খানওজনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিপরীতে রূপকথাপূর্ণিমার বিপরীতে ফিরে যাওয়া হলো নানাটকে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেনএদিকে মুক্তির অপেক্ষায় আছে নজরুল সঙ্গীতশিল্পী ফাতেমা তুজ জোহরার অভিনীত একটি সিনেমাজীবন পাখিসিনেমায় দেখা যাবে তাকেএটি পরিচালনা করেছেন আসাদ জামানগানের বাইরে ১৯৮৪ সালে প্রথম বিটিভির জন্য প্রথম তিনি একটি নাটকে অভিনয় করেনসেটি ছিল খ. ম. হারুন পরিচালিত লাগুক দোলানাটকপরবর্তীতে কাজী নজরুল ইসলাম রচিত গল্প অবলম্বনে নির্মিত শিউলি মালাসহ আরও কয়েকটি নাটকে অভিনয় করা হয়েছে তারমিডনাইট ব্ল্যাক কফিশিরোনামের একটি নাটকের মধ্যদিয়ে অভিনয়ে নাম লেখেন সামিনা

×