
স্টাফ রিপোর্টার ॥ বাবা গীতিকার, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের লেখা দুটি গান নিয়ে শীঘ্রই শ্রোতা দর্শকের মধ্যে উপস্থিত হচ্ছেন সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। গান দুটির সুর সঙ্গীত করছেন আহমেদ কিসলু। প্রকাশ পাবে জি-সিরিজের ব্যানারে। এরইমধ্যে গানের আনুষঙ্গিক সব কাজ প্রায় শেষের পথে। দিঠি আনোয়ার বলেন, আব্বুর গান নিয়ে বিশেষভাবে কথা বলার মতো দৃষ্টতা আমার নেই। কারণ তার লেখা গান এই দেশের মহারথী শিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের অনেক শিল্পী গেয়েছেন। কারও কারও কাছে আব্বুর লেখা একটি গানই নিজের কণ্ঠে তুলে নিতে পারার মাঝে ভীষণ গৌরবের, ভালো লাগার। আমি তার সন্তান হিসেবে অবশ্যই গর্ববোধ করি। কারণ আমার বাবা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাবাদের একজন। বাবার লেখা গান দিয়েই গানের ভুবনে আমার যাত্রা শুরু। আমি নিজেও বাবার লেখা গান বেশি বেশি করতে চাই। কিন্তু সবসময় সেই সুযোগ হয়ে উঠে না। জি-সিরিজের আগ্রহের কারণেই আব্বুর লেখা নতুন দুটি গান করতে পারছি। আশাকরি গানগুলো প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে।
এদিকে আগামী ঈদের পর আবারও চ্যানেল আইতে দিঠির উপস্থাপনায় তারই বাবার লেখা গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পালকির কাজ শুরু হবে। এরইমধ্যে গেল ২২ ফেব্রুয়ারি তার বাবার জন্মদিন উপলক্ষে চ্যানেল টুয়েন্টিফোর-এ দিঠি তারই বাবার গাওয়া গানগুলো দর্শককে গেয়ে শোনান। আবার লতা মুঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে যমুনা টিভি ও আরটিভিতে দিঠি লতার গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। আবার বাপ্পি লাহিড়ীর প্রতিও শ্রদ্ধা জানিয়ে তার গানগুলো পরিবশেন করেন দিঠি আরটিভিতে। আরটিভিতে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক তিনি।