ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

নতুন বিজ্ঞাপনে হিমু

প্রকাশিত: ২৩:৫৪, ১২ ডিসেম্বর ২০২১

নতুন বিজ্ঞাপনে হিমু

স্টাফ রিপোর্টার ॥ নতুন একটি বিজ্ঞাপনের শূটিং শেষ করছেন ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমু। ৮ ডিসেম্বর মাওলা খাঁটি সরিষার তেলের বিজ্ঞাপনের শূটিংয়ে অংশ নেন এ অভিনেত্রী। তার বিপরীতে ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এটি পরিচালনা করেছেন সুজন প্রধান। হিমু বলেন, অভিনয়ের বাইরে বিজ্ঞাপনে কাজ করতে ভালো লাগে। অল্প সময়ের মধ্যে এখানে পুরো একটি বিষয় উপস্থাপন করা হয়। বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট পছন্দ হওয়াতে কাজ করেছি। টিভি নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। বর্তমানে তিনি ‘বাকেরখনি’, ‘বউ বিরোধ’, ‘গোলমাল’, ও ‘গিনেস বুকে নাম’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘তোরে কত ভালোবাসি’ শিরোনামের একটি সিনেমা। সাওতালদের নিয়ে এই ছবির গল্প। এখানে দর্শক হিমুকে নেতিবাচক চরিত্রে দেখতে পাবে বলে জানান। এটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল। টিভি নাটক ও সিনেমায় তার চরিত্র নিয়ে হিমু বলেন, সব সময় নতুন চরিত্রে দেখতে চাই। এ সিনেমাতে অভিনয়ের সুযোগ ছিল। তাই চ্যালেঞ্জ নিয়ে চরিত্রটিতে নিজেকে উপস্থাপন করেছি। টিভি নাটকেও নিয়মিত বিভিন্ন চরিত্রে কাজ করছি। প্রকৃত শিল্পীরা সস্তা জনপ্রিয়তা নয়, তার কাজের মধ্য দিয়ে দর্শকের কাছে থাকতে চায়। আমিও সেই পথেই হাঁটছি।
×