ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সৈকতের নাটক ‘চুড়িওয়ালী’

প্রকাশিত: ১৯:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২১

সৈকতের নাটক ‘চুড়িওয়ালী’

সংস্কৃতি ডেস্ক ॥ চুড়িওয়ালী ঋতুর সঙ্গে পরিচয় হয় লন্ডনে পড়াশুনা করা চেয়ারম্যানের ছেলে শুভর। ঋতুর মানবিক কাজগুলো শুভর অনেক ভালো লাগে। ঋতুর প্রতি ভালো লাগা তারপর ভালোবাসতে শুরু করে শুভ। এভাবে এগিয়ে চলে গল্পের কাহিনী। ওয়ালেদা রহিম বৃষ্টির রচনায় ও জি.এম সৈকতের পরিচালনায় চুড়িওয়ালী নাটকটির শূটিং হয়েছে নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। নাটকটিতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, অপ্সরা সুহি, ঝুনা চৌধুরী, রেহানা জলি, সাহিদুজ্জামান আকাশ, ওয়ালেদা রহিম বৃষ্টি প্রমুখ। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক সৈকত।
×