
সংস্কৃতি ডেস্ক ॥ গানটির শিরোনাম ‘তুমি আমার জানা উত্তর’। শিল্পী শাখাওয়াত হোসেন মারুফের প্রথম মৌলিক গান। গানটি লিখেছেন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। সম্প্রতি শিল্পীর নিজের ইউটিউব অফিসিয়াল চ্যানেল ‘ঝযধশযধধিঃ ঐড়ংংধরহ গধৎঁভ ইউটিউবে উন্মুক্ত হয়েছে এ গান। এ গানটি মূলত প্রেম ও বিরহকে কেন্দ্র করেই। পাশাপাশি গানটি এ্যাপল মিউজিক, আইটিউন, এ্যামাজন মিউজিক, স্পটিফাই, অডিওম্যাকের মতো জনপ্রিয় মিউজিক স্টোরসমূহের পাশাপাশি ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মেও মুক্তি দেয়া হয়েছে। এ গানটি প্রসঙ্গে মারুফ বলেন, গান গাওয়ার কোন ইচ্ছে কখনই ছিল না। সব সময় প্রফেশনাল শিল্পীদের দিয়েই গান করিয়েছি। কিন্তু করোনায় লকডাউনের সময়টিতে শিল্পীদের ডাকাও যাচ্ছিল না। এদিকে নতুন নতুন গান জমছিল। হঠাৎ করেই সিদ্ধান্তটি নেয়া। আশা করি গানটি শ্রোতাদের ভাল লাগবে। গানটির মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। মডেল হিসেবে আছেন ফয়সাল দীপ ও সোহানি ইসরাত। চিত্রগ্রহণ করেছেন সানি খান। ঢাকাতেই ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি।
উল্লেখ্য, দুই যুগেরও বেশি সময় ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শাখাওয়াত হোসেন মারুফ।