ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নতুন চলচ্চিত্র ‘মুনাফিক’

প্রকাশিত: ২১:১১, ১৭ জুলাই ২০২১

নতুন চলচ্চিত্র ‘মুনাফিক’

স্টাফ রিপোর্টার ॥ চিত্রনায়ক সাইফ খান, জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া ও সানিয়া জামান জারাকে নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছেন পরিচালক ইভান মল্লিক। এটি ‘মুনাফিক’ নামের একটি সিনেমা। এর আগে প্রথম লটের কাজ হয়েছিল রাজধানীর আশপাশে। এদিকে ২য় লটের কাজ ১৪ জুলাই পুবাইলের একটি হাউসে গানের মাধ্যমে সিনেমাটির শূটিং শুরু হয়েছে। রোমান্টি ও গোয়েন্দা কাহিনীর গল্পের এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি এটির গল্প লিখেছেন নির্মাতা ইভান মল্লিক। চিত্রনাট্য করেছেন আহসান হাবিব সকাল। চিত্রনায়িকা কেয়া বলেন, এই সিনেমাটিতে রোমান্টিক ও গোয়েন্দাগিরী একসঙ্গে পাবে দর্শক। ইভান মল্লিক খুব ভাল একজন নির্মাতা। গুছিয়ে কাজ করছেন। চমৎকার টিমওয়ার্ক হচ্ছে। আশাকরি, একটি ভাল কাজ উপহার দিতে পারব। সাইফ খান বলেন, সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। অনেক ভাল লাগছে যে এখানে অনেক গুণীজনরা আছে। এছাড়া একজন জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভাল হবে। সানিয়া জামান জারা বলেন, এটিতে রোমান্টিক কিছু দৃশ্য থাকবে। সব মিলিয়ে নতুনত্ব পাবে দর্শক। আশা করছি ভাল একটি কাজ হতে যাচ্ছে। গল্পে প্রসঙ্গে পরিচালক ইভান মল্লিক বলেন, আমার সিনেমাটি রোমান্টিক ও গোয়েন্দা কাহিনী। আমার এই গল্পে কেউ মুখ্য চরিত্র বলে দাবি করতে পারবে না। কারণ এখানে প্রত্যেকটি চরিত্র হচ্ছে মুখ্য। গোয়েন্দা পুলিশের প্রধান থাকে সাইফ খান ও কেয়া। এর মধ্যেই তাদের প্রেম ভালবাসা খুন সিটি থাকবে। সিনেমাটির ২টি গানসহ ৫০% কাজ শেষ হয়েছে। নিশি মিতালী কথাচিত্র ও মামুন চৌধুরীর প্রযোজনা সিনেমাটিতে আরও অভিনয় করছেন মামুন চৌধুরী, আফফান মিতুল, শিতল, রেবেকা রউফ, আশরাফ কবির, জ্যাকি আলমগীর প্রমুখ।
×