ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসের কনসার্টে মঞ্চ মাতালেন আইয়ুব বাচ্চু

প্রকাশিত: ০৩:৪১, ২৭ মার্চ ২০১৮

স্বাধীনতা দিবসের কনসার্টে মঞ্চ মাতালেন আইয়ুব বাচ্চু

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর এক্সপো জোন ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে হয়ে গেল ‘এসিআই মটরস্ আয়োজিত ইয়ামাহা প্রেজেন্টস স্বাধীনতার শপথ অনুষ্ঠান’ শীর্ষক কনসার্ট। সেখানে টানা কয়েকটি গান পরিবেশনা করে মঞ্চ মাতালেন আইয়ুব বাচ্চু। কনসার্ট প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, কথা আর গানে সন্ধ্যাটি মাতানোর চেষ্টা ছিল এলআরবির। প্রথমে জ্যামিং তারপর টানা কয়েকটি গান পরিবেশনা করেছি। টানা তিন ঘণ্টা শ্রোতারা আমার সঙ্গে কনসার্টটি উপভোগ করেছে, বেশ ভালই লেগেছে আমার। একসঙ্গে সর্বোচ্চসংখ্যক মোটরসাইকেলের ইঞ্জিন স্টার্ট, সেই সঙ্গে ‘ইয়াহামা’ লোগোসহ কনসার্টে ছিল অন্যরকম এক পরিবেশ। আয়োজকরা বলেন, ৪৮তম স্বাধীনতা দিবসে উন্নয়নশীল দেশের খেতাব অর্জনের জন্য এসিআই মটর লিমিটেড বাংলাদেশকে এই উদ্যোগটি উৎসর্গ করছে। এই উদ্যোগটি বাংলাদেশের সড়ক নিরাপত্তার কথা বিবেচনা করেই নেয়া আর তা ইয়ামাহা নিয়ে আসে শুধুমাত্র বাইকারদের নিয়ে এই স্বাধীনতার শপথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, তাসকিন, এসিআইয়ের উর্ধতন কর্মকর্তারাসহ অনেকে।
×