ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দ আহমদ কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৪:২৩, ২৬ আগস্ট ২০১৭

সৈয়দ আহমদ কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংস্কৃতি ডেস্ক ॥ ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই সেøাগানে গত বছর কলেজ থিয়েটার বগুড়ার শাখা সংগঠন কলেজ থিয়েটার, সৈয়দ আহমদ কলেজ শাখা যাত্রা শুরু করে। চলতি মাসের ২৩ আগস্ট ছিল এই থিয়েটারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলায় অবস্থিত সৈয়দ আহমদ কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই এক আনন্দ পদযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কলেজ মিলনায়তনে অতিথিদের উপস্থিতিতে কেক কাটা হয়। তারপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ছালজুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আহমদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান। তিনি বলেন, যেসব ব্যক্তি থিয়েটার চর্চার সঙ্গে যুক্ত তারা কখনও খারাপ কাজ করতে পারে না, তাই থিয়েটারের সঙ্গে যুক্ত নাট্যকর্মীদের কলেজ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ থিয়েটার বগুড়ার সভাপতি তন্ময় সূত্রধর বিলাশ, সাধারণ সম্পাদক ওসমান গণি। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ থিয়েটার বগুড়ার সহ-সভাপতি আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বুলবুল, কার্যনির্বাহী সদস্য কেএম আশিক। শুভেচ্ছা বক্তব্য রাখেনÑ কলেজ থিয়েটার সৈয়দ আহমদ কলেজ শাখার আহ্বায়ক সুবাস চন্দ্র দাস মিঠু। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
×