
অনলাইন ডেস্ক ॥ এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সব আলো যেন নিজের দিকে টেনে নিয়েছিল গত বছরের আলোচিত সিনেমা 'লা লা ল্যান্ড'। জমকালো আয়োজনে মুখরিত ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড হয়ে উঠেছিল 'লা লা ল্যান্ড'ময়।
৭টি বিভাগে মনোনয়ন পেয়ে সবকটিতেই সেরার পুরস্কার জিতেছে ছবিটি।
গত ১২ ডিসেম্বর মনোনয়ন প্রাপ্ত শিল্পী ও সিনেমার নাম ঘোষণার পর রবিবার ৮ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 'দ্য টুনাইট শো' খ্যাত জিমি ফ্যালন। তার সঙ্গে আরো ছিলেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া।
সেরা অভিনেতা হিসেবে লা লা ল্যান্ডের রিয়ান গোস্লিং, সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। সেইসঙ্গে ছবিটি পেয়েছে সেরা পরিচালক ডামিয়েন শাজেল, সেরা চিত্রনাট্য, স্কোর ও সেরা সঙ্গীত ক্যাটাগরির পুরস্কার। একইসঙ্গে সেরা মিউজিক্যাল সিনেমা হিসেবেও পুরস্কার পেয়েছে লা লা ল্যান্ড।
এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অ্যারন টেইলর ও জনসন (নকটুর্নাল অ্যানিম্যালস) । টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা বিলি বব(গলিয়াথ), আর অভিনেত্রী ট্রেস ইলিস(ব্লাক-আইশ)।