
অনলাইন ডেস্ক ॥ আবারো নতুন একটি আইটেম গানে নাচলেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আলোচিত মডেল জ্যাকুলিন মিথিলা। পি এ কাজলের পরিচালনায় ‘চোখের দেখা’ শিরোনামের একটি নতুন চলচ্চিত্রের আইটেম গানে তিনি নাচবেন। এতে তাকে নতুন এক ভিন্ন রুপে দেখতে পাওয়া যাবে। চলচ্চিত্রটিতে ভিলেন হিসেবে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ। মূল নায়ক- নায়িকা হিসেবে আছেন সায়মন সাদিক এবং চিত্রনায়িকা অহনা।