সংস্কৃতি ডেস্ক ॥ দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে আজ শনিবার রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ খণ্ড নাটক ‘অপরিচিতা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। বিশেষ দিনের বিশেষ এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশ বরেন্য অভিনেতা আফজাল হোসেন ও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ । আরও আছেন প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে। নাটকের কাহিনীতে দেখা যাবে আনিস সাহেব একটা ফ্ল্যাটে থাকছেন একা একা, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। পাশের ফ্ল্যাটের সাত্তার সাহেবের সঙ্গেই যা একটু মেলামেশা করেন। সেখান থেকেই নিজের সম্পর্কে পাড়া প্রতিবেশীর অভিমতগুলো শুনে নেয় আনিস। আজ সন্ধ্যায় আনিস যখন সাত্তারের ফ্ল্যাটে যাবে ভাবছে ঠিক তখুনি কলিং বেলের শব্দ। নিশ্চই সাত্তার নিজেই চলে এসেছে। আনিস দরজা খুলতেই দেখে এক তরুণী দাঁড়িয়ে আছে। কোন কথা বলার সুযোগ না দিয়েই অপরিচিতা মেয়েটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কাহিনী মোড় নেয় অন্যদিকে।
মৌ-আফজালের ‘অপরিচিতা’
প্রকাশিত: ০৫:৪১, ২৪ অক্টোবর ২০১৫
শীর্ষ সংবাদ: