ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

’৭১-এর মা জননী’ মুক্তি পাচ্ছে ২০ মার্চ

প্রকাশিত: ০৬:১১, ৮ ফেব্রুয়ারি ২০১৫

’৭১-এর মা জননী’ মুক্তি পাচ্ছে ২০ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ শাহ আলম কিরণ পরিচালিত সরকারী অনুদানে নির্মিত হয়েছে চলচ্চিত্র ’৭১-এর মা জননী’। এ চলচ্চিত্রে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ ও কণ্ঠশিল্পী আগুন। চলচ্চিত্রটি আগামী ২০ মার্চ সারা বাংলাদেশে একযোগে মুক্তি পাবে। এ প্রসঙ্গে শাহ আলম কিরণ বলেন, আসলে যেহেতু বিজয় দিবসে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারিনি তাই চলতি বছর ২০ মার্চ মুক্তি দেয়ার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছি। যেহেতু কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় তাই আড়াই হাজারের সাথী সিনেমা হলে চলচ্চিত্রটি প্রাথমিকভাবে মুক্তি দেয়া হয়েছে। পরিচালক শাহ আলম কিরণ এর আগে অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন যেমন ‘নিয়তির খেলা’, ‘জীবন দিয়ে ভালবাসি’, ‘প্রতিশোধের আগুন’, ‘আসামী বধূ’, ‘বিচার হবে’, ‘আমি এক অমানুষ’, ‘বিদ্রোহী সন্তান’, ‘রঙ্গিন সুজন সখী’, ‘মনের মিলন’, ‘শেষ বংশধর’, ‘চুড়িওয়ালা’, ‘সাজঘর’, ‘মাটির ঠিকানা’ ইত্যাদি। তবে স্বপ্ন ছিল তার সরকারী অনুদানে অন্তত একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ করার। সেই স্বপ্নপূরণ হয়েছে। আনিসুল হকের ‘জননী সাহসিনী’ উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করেছেন চলচ্চিত্র ’৭১-এর মা জননী’। অনেক অভিনয় শিল্পীর ভিড়ে কেন মুক্তিযোদ্ধা চরিত্রে আগুনকে নিয়ে কাজ করেছেন? এমন প্রশ্নের জবাবে পরিচালক শাহ আলম কিরণ বলেন, আমি যখন চলচ্চিত্রটির গল্প নিয়ে আগুনের সঙ্গে আলাপ করেছি তখন তারমধ্যে যে আবেগ, অনুভূতি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁর যে গভীর শ্রদ্ধাবোধ দেখেছি তাতে আমি মুগ্ধ হয়েছি। আমার মনে হয়েছে হাশেম চরিত্রে আগুনের বিকল্প আর কেউই নন। তাই আগুনকে নিয়েই শেষ পর্যন্ত কাজটি করেছি এবং আগুন খুব ভাল অভিনয় করেছেন। প্রসঙ্গত নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার সাথী সিনেমা হলে গত ২৬ ডিসেম্বর মুক্তি দেয়া হয়েছিল ’৭১-এর মা জননী’ চলচ্চিত্রটি।
×