ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

পাকিস্তানেই বিয়ে করলেন শাহরুখের নায়িকা

প্রকাশিত: ১৮:২৩, ৪ অক্টোবর ২০২৩

পাকিস্তানেই বিয়ে করলেন শাহরুখের নায়িকা

শাহরুখ খানের নায়িকা মাহিরা খান

‘রইস’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সেই মাহিরা দ্বিতীয়বার বিয়ের পিড়িতে। পাকিস্তানি ব্যবসায়ী সেলিম কারিমকে বিয়ে করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের বিয়ের ভিডিও। অনেকেই ভেবেছিলেন বলিউডে অভিনয় করেছেন, হয়তো ভারতে বিয়েশাদি করবেন তিনি। কিন্তু তেমনটি ঘটেনি।

বলিউডের বিয়েতে এখন সাদা পোশাকের ফ্যাশন। মাহিরাকেও বিয়ের দিন দেখা গেল সাদা পোশাকেই। রবিবার পাকিস্তানের মুরিতে খোলা আকাশের নীচেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। পুরো বিয়েবাড়ি সাজানো হয়েছিল সাদা ফুলে। অভিনেত্রী কোনও পোস্ট না করলেও তার ম্যানেজার অনুষা তালহা খান ইনস্টাগ্রামে মাহিরার বিয়ের ভিডিও পোস্ট করেন। এদিন মাহিরা পরেছেন আইভরি রঙের লেহেঙ্গা, মাথায় সাদা ওড়না, মুখ ঢাকা সেই ওড়নায়। অন্যদিকে সেলিম পড়েছিলেন কালো শেরওয়ানি, সঙ্গে নীল পাগড়ি।

ভিডিওতে দেখা গিয়েছে মাহিরা সেলিমের দিকে হেঁটে যাচ্ছেন। মাহিরাকে দেখে চোখে জল সেলিমের, তারপর হাত ধরে মাহিরাকে কাছে টেনে নেন, অভিনেত্রীর মুখ থেকে ওড়না সরিয়ে কপালে চুম্বন এঁকে তাকে জড়িয়ে ধরেন প্রেমিক সেলিম। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে বিয়ে নিয়ে আবেগি তারা দুজনেই।

জানা যায়, সেলিমের সঙ্গে প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করেছেন মাহিরা। অভিনেত্রীর স্বামী পেশায় ব্যবসায়ী। বিয়ের আগে প্রায় পাঁচ বছর তাদের সম্পর্ক ছিল। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রথম সেলিমের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তার কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রেমে পড়েছেন কিনা! অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। কিন্তু আমার এটা নিয়ে কথা বলতে খুব লজ্জা লাগছে।’

 

এস

×