ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নারী ভক্তদের সেলফির ভিড়ে নাজেহাল জায়েদ খান

প্রকাশিত: ১৯:৩৮, ২৮ মে ২০২৩

নারী ভক্তদের সেলফির ভিড়ে নাজেহাল জায়েদ খান

জায়েদ খানের সঙ্গে সেলফি তুলছেন তরুণীরা। 

চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান আলোচনা ও সমালোচনায় থাকেন সংবাদের শিরোনামে। তার বক্তব্য এবং কোনো অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে ট্রোলও করেন থাকে নেট দুনিয়ার মানুষ। তবে নারী ভক্ত নিয়ে তার বক্তব্য যেন পিছু ছাড়ছে না এ নায়কের। 

জায়েদ খান বলে থাকেন তার অনেক নারী ভক্ত রয়েছে। এমনকি তাকে দেখলে সেলফি তুলতে হুড়োহুড়ি লেগে যায়। গতকাল শনিবার এক অনুষ্ঠানের ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার বক্তব্যের প্রমাণ মিলেছে। সেখানে নারী ভক্তদের সেলফির পাল্লায় একেবারে নাজেহাল অবস্থা হয় জায়েদ খানের। 

ভিডিওতে দেখা যায়, একের পর একেকজন সুন্দরী তরুণ নারীরা জায়েদ খানের সঙ্গে সেলফি তুলছেন। এমনকি, সেলফি তোলার জন্য তাকে ঘিরে রেখেছেন তরুণীরা। কার আগে কে সেলফি তুলবে তা নিয়ে যেন প্রতিযোগিতা।

জায়েদ খান বলেন, ‘বিয়ে বা কোনো অনুষ্ঠানে গেলে আমি মেয়েদের মধ্যমণি হই। বিয়ে করিনি, ব্যাচেলর বলে সবাই আমাকে অন্য চোখে দেখে। আমার রাশি এরকমই। আমি এসব খুব উপভোগ করি।’

এই নায়কের স্পষ্ট জবাব, ‘কোনো নায়ক কোথাও গেলে যদি মেয়েরা তাকে ঘাড় ঘুরিয়ে না দেখে, কোনো মেয়ে যদি তার সঙ্গে সেলফি না তোলে, তাহলে তার হিরোগিরি করার দরকার নেই।’

তিনি বলেন, ‘আমি এই কথাগুলো বলেছিলাম সরল মনে। কেউ কেউ এটাকে নিয়ে ব্যাঙ্গ করেছে। কেউ কেউ বলছে এটা জায়েদ খানের মানসিক রোগ। কেউ কেউ এটাকে ‘ইরোটোমেনিয়া’ নামে একটি রোগ হিসেবে নাম দিয়েছে। আমার মনে হয় তাদের মানসিক রোগের ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত।’

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×