
নুসরাত ফারিয়া
দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নায়িকা হলেও গায়িকা হিসেবেও বেশ নাম রয়েছে তার। সেই ধারাবাহিকতায় এবার তার সঙ্গে জুটি বেঁধে নতুন গান নিয়ে হাজির হয়েছেন ব্রিটিশ র্যাপার মুমজি স্ট্রেনজার।
ইতোমধ্যে ঈদ উপলক্ষে ‘বুঝি না তো তাই’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। গানের ট্রেলারে আবেদনময়ী দৃশ্য দেখে দর্শকরা মুগ্ধ। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। ক্যামেরায় ছিলেন সৌমিক হালদার। বিদেশী র্যাপারের সঙ্গে সমুদ্রসৈকতে নুসরাতের কেমিস্ট্রি দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরাও। গানটি মুক্তি পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে। সবাই মনে করছেন, গানটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই গান পার্টি অথবা নাইট ক্লাবে ব্যবহারের জন্যই যথাযথ।
‘বুঝি না তো তাই’ গানটি র্যাপের মিশ্রণে তৈরি করা হয়েছে। পাশাপাশি রোমাঞ্চ ও নাচের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরতে মিউজিক ভিডিওটি শূট করা হয়েছে থাইল্যান্ডে। এদিকে এসভিএভের নতুন সিনেমায়ও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ‘আবার বিবাহ অভিযান’ সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ে দেখা যাবে নুসরাতকে। সম্প্রতি শেষ করেছেন সিনেমার শূটিং। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলারটি।