
‘গুনজান বিবির পালা’ নাটকের একটি দৃশ্য
পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুণজান বিবির পালা’ মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায়। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নির্দেশক জানান, নাটকে অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। সেই শিল্পের আঙ্গিক প্রায় ৪ মাস পরিশ্রম করে আমাদের পদাতিকের ছেলে-মেয়েরা কিছুটা স্পর্শ করার চেষ্টা করেছে।
আমাদের সবার এই এত দিনের পরিশ্রমের মাধ্যমে তুলে আনা কাজটি আপনাদের মনে এতটুকু ভাল লাগার জন্ম দিতে পারে তাহলে আমাদের সকল চেষ্টা সার্থক। নাটকের অভিনয় শিল্পীরা হলেন- মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, শাখাওয়াত হোসেন শিমুল, পুষ্প, ইকরাম, সালমান শুভ, আবু নাসেম লিমন, মোঃ ইমরান খান, শরীফুল ইসলাম, জবা, শোভন, জিয়া, জেনি ও রোজা।
মঞ্চ সঞ্জীব কুমার দে, আলো অতিকুল ইসলাম জয়, পোশাকদ্রব্য ও কোরিওগ্রাফি সাঈদা শামছি আরা, সঙ্গীত হামিদুর রহমান পাপ্পু, মনির দেওয়ান, প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।