ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ঢাকায় ‘গ্যাঁড়াকল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন, দ্বিতীয় প্রদর্শনী আজ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২২

ঢাকায় ‘গ্যাঁড়াকল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন, দ্বিতীয় প্রদর্শনী আজ

শিল্পকলায় মঞ্চস্থ গ্যাঁড়াকল নাটকের দৃশ্য

ঢাকার নাট্যমঞ্চে বইছে গতিময় স্রোতধারাপ্রতিদিন পুরনো নাটকের সঙ্গে প্রায় প্রতি সপ্তাহে আসছে নতুন নাটকসেই সুবাদে নাটকপ্রেমীদের পদচারণায় মুখর থাকছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন থেকে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনবৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনটিতে তেমনই সরবতার দেখা মিললআর এদিন ঢাকার মঞ্চে যুক্ত হয়েছে আরেকটি নতুন নাটক

গ্রন্থিক নাট্যগোষ্ঠী নিয়ে এসেছে গ্যাঁড়াকল শিরোনামের নতুন প্রযোজনাশরতের সন্ধ্যায় একাডেমির নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়আজ শুক্রবার একই ভেন্যুতে প্রযোজনাটির দ্বিতীয় প্রদর্শনী হবেগ্রন্থিকের অষ্টম প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান রানা

প্রকৃত জনপদ নামের এক গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর চলমান জীবন ও জীবনবোধকে উপজীব্য করে ডালপালা মেলেছে নাটকের কাহিনীপ্রেম-বিরহের সমান্তরালে আনন্দ-বেদনা, হাসি-কান্না ও সুখ-দুঃখের চিত্র তুলে ধরা হয়েছে নাটকেউঠে এসেছে প্রকৃত জনপদে বসবাসরত পান্থজনের জীবনের গল্পসেই ক্যানভাসে ধরা দিয়েছে স্বার্থপরতা ও দ্বন্দ্বের চিত্রআছে বন্ধুত্বের মাঝে ফাটল ধরানো অনুষঙ্গ

প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই সহজ-সরল মানুষগুলো তাদের কর্মের প্রতি একইসঙ্গে স ও অবিচলরাজনীতির বেড়াজালে ক্ষয়িষ্ণু হতে থাকে সেই সততারাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও অস রাজনীতিবিদ দ্বারা তারা প্রভাবিত হতে বাধ্য হয়রাজনীতিকের প্যাঁচমারা এমনই এক সামান্য ঘটনা থেকে বিবাদে জড়িয়ে গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষ মোখলেস ও মফিজঅথচ শৈশব থেকে তাদের মাঝে গড়ে ওঠে নিবিড় বন্ধুত্বের সম্পর্কসেই সুবাদে তাদের সুন্দর স্ত্রী শিউলি ও মলির মধ্যেও তৈরি হয় বন্ধুত্ব

তারা যেন হয়ে ওঠে এক আত্মায় দুই প্রাণকিন্তু সামান্য একটা ছাগল নিয়ে এই দুই বান্ধবীর মধ্যে শুরু হয় দ্বন্দ্বমুছে যায় তাদের আত্মার বন্ধনজেদে জড়িয়ে পড়ে দুজনইআর এমন সঙ্কটময় মুহূর্তে অনুপ্রবেশ করে স্বার্থান্বেষী কিছু চরিত্রতারা ক্ষমতার বলয়ে সম্পৃক্ততা দেখিয়ে দখল করে নেয় দীর্ঘদিনে তিলে তিলে গড়া মোখলেস ও মফিজের ঘরবাড়ি ও অর্থসম্পদশুধু কি তাই? নেতা নামধারী পিশাচদের লোলুপ দৃষ্টি থেকে বাদ যায় না মলি ও শিউলীদুই পরিবারের সকল সম্পদ শেষ হলে তাদের বোধোদয় ঘটে যে তারা অদৃশ্য চোরাবালির গঁ্যাঁড়াকলে আটকে পড়েছেএভাবেই এগিয়ে চলে গ্যাঁড়াকল নাটকের কাহিনী

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেওয়ান হুমায়ুন কবীর, মোঃ মাসুদুর রহমান, তানিশা ইসলাম সানা, আজমেরী আজমি জ্যোতি, এজাজ হাসান, আরিয়ান আবীর, টুটুল আহমেদ রুদ্র, ফেরদৌস মাসুম, মোঃ আল-আমিন, মানিক শাহ, মোঃ মজিবর রহমান, নাসরিন সুলতানা ও মাহমুদুল হাসান

×