ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

৩৫ বছর পর রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর 

নিজস্ব সংবাদদাতা, রাবি

প্রকাশিত: ১৯:৩৩, ২৮ জুলাই ২০২৫

৩৫ বছর পর রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর 

ছবি: দৈনিক জনকন্ঠ।

দীর্ঘ ৩৫ বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক এই তফসিল ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। তিনি সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশিত হবে। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগস্টের ৬ তারিখ। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা আগস্টের ৬ তারিখ ও ১০-১২ তারিখ পর্যন্ত। 

মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আগস্টের ২১, ২৪ ও ২৫ তারিখ। আগস্টের ২৭ ও ২৮ তারিখ মনোনয়নপত্র বাছাইয়ের পর ৩১ শে আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর ২  তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের করা যাবে। 

এরপর সেপ্টেম্বর মাসের ৪ তারিখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটগ্রহণ শুরু হবে। সেপ্টেম্বরের ১৫ তারিখ প্রত্যেক আবাসিক হলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 

তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা এবং শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরিতে এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে। এই লক্ষ্যগুলোকে সামনে রেখেই আজ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।’

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা ইতোমধ্যে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছি। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আমরা নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছি।’

ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে, তেমনি শিক্ষার্থীদেরও সচেতন থাকতে হবে। কেউ যদি অপ্রীতিকর কিছু ঘটায়ও সেক্ষেত্রে আচরণবিধি অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। এরপর ১৯৯০ সাল থেকে বিভিন্ন কারণে এর কার্যক্রম বন্ধ ছিল, যা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর এবং নেতৃত্ব বিকাশের পথকে রুদ্ধ করে রেখেছিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের পথনকশা (রোডম্যাপ) প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে, সে পথনকশা অনুযায়ী কাজ এগোয়নি। পরবর্তীতে শিক্ষার্থী এবং ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনার রাকসু'র তফসিল ঘোষণা করে।

মিরাজ খান

×