
ছবি- দৈনিক জনকণ্ঠ
ঢাকার ধামরাইয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ২০২২/২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
এ সময় ২০ জন এসএসসি কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা ও এইচএসসি ১৬ জন কৃতি শিক্ষার্থীকে ২৫ হাজার করে শিক্ষাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমোদ অনীক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র সভাপতি অধ্যাপক মোঃ জামাল উদ্দিন রুনু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
নোভা