ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

শাবির দেয়ালচিত্রে বাঙালির ‘ইতিহাস ও সংস্কৃতি’

শাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৬:৪৯, ১৭ ডিসেম্বর ২০২২

শাবির দেয়ালচিত্রে বাঙালির ‘ইতিহাস ও সংস্কৃতি’

দেয়ালচিত্র

`বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি তে অঙ্কিত এ দেয়ালচিত্রগুলো শুক্রবার বিজয় দিবসের দিনে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, ওই একাডেমিক ভবনের নিচতলায় ও ফটক সংলগ্ন দেয়ালে পোস্টার আকারের ৩১টি চিত্র অঙ্কন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা টানা ৫ দিন চেষ্টা করে এসব চিত্র অঙ্কন করেন বলে জানান তারা। 

নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বলেন, প্রথম বর্ষের (২০২১-২২ সেশন) শিক্ষার্থীদের উদ্যোগে এসব চিত্র অংকন করা হয়েছে। মূলত দেশের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নামক একটি কোর্স থেকে তারা অনুপ্রাণিত হয়েই এ উদ্যোগ নিয়েছে। 

দেয়াল চিত্রে প্রাগৈতিহাসিক, প্রাচীন, ব্রিটিশ, পাকিস্তান আমলে বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম ও বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে। 
 

এসআর

×