ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি ইউনিটে অংশ নিবে ৭৫৮৫ পরীক্ষার্থী

ইবি সংবাদদাতা 

প্রকাশিত: ১৬:১৪, ১২ আগস্ট ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি ইউনিটে অংশ নিবে ৭৫৮৫ পরীক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বি' (মানবিক) ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (১৩ আগস্ট) এই কেন্দ্রের আটটি ভবনে দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। এতে অংশ নেবেন ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

শুক্রবার ইউনিট সমন্বয়ক ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রাশিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউনিট সমন্বয়ক সূত্রে, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ১ হাজার ১৮ জন, অনুষদ ভবনে ১ হাজার ৩২৪ জন, রবীন্দ্র-নজরুল কলা ভবনে ১ হাজার ২০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১ হাজার ১৪৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১ হাজার ২৫৮ জন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ১ হাজার ১৫৬ জন, আইআইইআর ভবনে ১৮০ জন এবং ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবেন।

ড. রাসিদুজ্জামান বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে কোনো প্রকার অসঙ্গতি ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো বলে আশা করি।

×