ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিষয় : প্রাথমিক বিজ্ঞান অধ্যায় : অষ্টম (মহাবিশ্ব) মোঃ আনোয়ার হোসেন

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

প্রকাশিত: ২৩:৫৬, ১১ মার্চ ২০২২

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

সহকারী শিক্ষক কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া সংক্ষেপে উত্তর লেখ: প্রশ্ন ১। দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর : দূরবীক্ষণ যন্ত্র। প্রশ্ন ২। মহাবিশ্ব কি? উত্তর : পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সীসমূহ, তাদের অন্তর্বতী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ এবং শূণ্যস্থান (মহাকাশ) এবং তাত্ত্বিকভাবে নির্ধারিত যদিও তারা সরাসরি পর্যবেক্ষিত নয়, এমন সব কিছু মিলে যে জগৎ তাকেই বলা হয় মহাবিশ্ব। প্রশ্ন ৩। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর : ৩,৮৪,৪০০ কি.মি.। প্রশ্ন ৪। আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? উত্তর : ৩,০০,০০০ কি.মি.। প্রশ্ন ৫। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে? উত্তর: ১.৩ সেকেন্ড প্রশ্ন ৬। জ্যোতির্বিজ্ঞান কি? উত্তর: মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়। প্রশ্ন ৭। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তর: প্রায় ১৫,০০,০০,০০০ কি.মি.। প্রশ্ন ৮। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত মিনিট সময় লাগে? উত্তর : প্রায় ৮ মিনিট। প্রশ্ন ৯। পৃথিবী সৌরজগতের কি? উত্তর : একটি গ্রহ। প্রশ্ন ১০। কক্ষপথ কাকে বলে? উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আর্বতন করে তাকে কক্ষপথ বলে। প্রশ্ন ১১। বার্ষিক গতি কাকে বলে? উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। প্রশ্ন ১২। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর: ৩৬৫ দিন ৬ ঘন্টা। প্রশ্ন ১৩। পৃথিবীর গতি কয় ধরনের ও কী কী? উত্তর : পৃথিবীর গতি দুই ধরনের। যথা: আহ্নিক গতি ও বার্ষিক গতি। প্রশ্ন ১৪। ঋতু পরিবর্তনের কারণ কী? উত্তর : ঋতু পরিবর্তনের কারণ হলো পৃথিবীর বার্ষিক গতি। প্রশ্ন ১৫। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন কী কাল? উত্তর : গ্রীষ্মকাল। ১৬। শীতকালে দিনের চেয়ে রাত বড় হয় কেন? উত্তর : শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরন দেয়। ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। ১৭। চাঁদ তার নিজ অক্ষ বরাবর কত দিনে একবার ঘুরে? উত্তর : প্রায় ২৮ দিনে। ১৮। অক্ষ কি? উত্তর : অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর: ১। ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে পাঁচটি বাক্য লেখ। উত্তর ঃ পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। নিম্নে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হলো ঃ i) পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণনের ফলে। ii) সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য। iii) সূর্য খাড়াভাবে বা তির্যকভাবে কিরন দেয়ার কারণে। iv) সূর্যের দিকে পৃথিবীর হেলে তাকা অক্ষের কারণে। v) পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকেসরে পড়ার ফলে। ২। দিন এবং রাত সংঘটিত হওয়ার কারণ চারটি বাক্যে লেখ। i) পৃথিবী প্রতি ২৪ ঘণ।টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরে। ii) প্রতিদিন সকালে সূর্য উঠে এবং সন্ধায় অস্ত্র যায়। iii) পৃথিবীর সূর্যের দিকে মুখ করে থাকা অংশটি হলো দিন। iv) পৃথিবীর সূর্যের বিপরীত দিকে থাকা অংশটি হলো রাত। ৩। চাঁদ কী? চাঁদের দশা বলতে কী বুঝ? চাঁদের দশা পরিবর্তন সম্পর্কে তিনটি বাক্য লেখ। উত্তর ঃ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ কখনো বড় আবার ককনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধ গোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। নিচে চাঁদের দশা পরিবর্তন সম্পর্কে তিনটি বাক্য উল্লেখ করা হলো ঃ চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত। পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করাপ চাঁদের আলোকিত অংশের পরিমান ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। ৪। পৃথিবী কী? পৃথিবী কীভাবে ঘুরে সে সম্পর্কে চারটি বাক্স লেখ। উত্তর ঃ পৃথিবী সৌরজগতেে একটি গ্রহ। পৃথিবী কীভাবে ঘুরে সে সম্পর্কে চারটি বাক্য হলো নিম্নরূপ- (i) পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। (ii) সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে। (iii) সূর্যের চারদিকে গূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। iv) নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে যা একটি দিনের সমান।
×