
প্রাক্তন শিক্ষক
ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
বহু নির্বাচনি প্রশ্নোত্তর :
১। নিচের কোনটি পদার্থ?
ক) পানি খ) তাপ
গ) শক্তি ঘ) আলো
উত্তর : ক) পানি
২। একটি মাত্র উপাদান দিয়ে তৈরি কোনটি?
ক) লোহা খ) পানি
গ) বাতাস ঘ) লবণ
উত্তর : ক) লোহা
৩। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে নিচের কোনটি গঠিত?
ক) লবণ খ) চিনি
গ) চক ঘ) কয়লা
উত্তর : খ) চিনি
৪। কোনটি মৌলিক পদার্থ?
ক) পানি খ) চুন
গ) সোডিয়াম ঘ) চিনি
উত্তর : গ) সোডিয়াম
৫। লোহার সাথে কিসের বিক্রিয়ায় মরিচা তৈরি হয়?
ক) অক্সিজেন খ) কার্বন
গ) হাইড্রোজেন ঘ) ক্যালসিয়াস
উত্তর: ক) অক্সিজেন
৬। কোনটি মিশ্র পদার্থ?
ক) বায়ু খ) পানি
গ) লোহা ঘ) কপার
উত্তর : ক) বায়ু
৭। সর্বপ্রথম বস্তুর ক্ষুদ্রকণার তত্ত্ব দেন কে?
ক) ডাল্টন খ) ডেমক্রিটাস
গ) প্লেটো ঘ) অ্যারিস্টটল
উত্তর : খ) ডেমক্রিটাস
৮। ‘এটমস’ শব্দের অর্থ কী?
ক) অবিভাজ্য খ) সামান্য বিভাজ্য
গ) বিভাজ্য ঘ) সম্পূর্ণ বিভাজ্য
উত্তর : ক) অবিভাজ্য
৯। কয়টি অক্সিজেনের পরমাণু মিলে একটি অণু গঠন করে?
ক) একটি খ) দুইটি
গ) তিনটি ঘ) চারটি
উত্তর : খ) দুইটি
১০। কোনটি ক্লোরিনের সংকেত?
ক) ঈষ খ) ঈষ২
গ) ঈষ৩ ঘ) ঈ২
উত্তর : খ) ঈষ২
১১। কার্বন-ডাই-অক্সাইড এর সংকেত কোনটি?
ক) ঈঙ খ) ঈঙ২
গ) ঈঙ৩ ঘ) ঈধঈঙ৩
উত্তর : খ) ঈঙ২
১২। কোনটি সার্বজনীন দ্রাবক?
ক) লবণ খ) পানি
গ) সোডা ঘ) হাইড্রোজেন
উত্তর : খ) পানি
১৩। পরমাণুর কেন্দ্রে থাকে-
i) ইলেকট্রন ii) প্রোটন iii) নিউট্রন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : খ) ii ও iii
১৪। হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে কয়টি নিউট্রন থাকে?
ক) ১ খ) ২
গ) ৩ ঘ) একটিও নয়
উত্তর : ঘ) একটিও নয়
১৫। মরিচার রাসায়নিক নাম কী?
ক) আয়রন হাইড্রোক্সাইড
খ) আয়রন ক্লোরাইড
গ) আর্দ্র আয়রন অক্সাইড
ঘ) শুস্ক আয়রন অক্সাইড
উত্তর : গ) আর্দ্র আয়রন অক্সাইড
১৬। বেরিলিয়ামের প্রতীক কোনটি?
ক) ঋব খ) ইব
গ) ঐব ঘ) ঐব
উত্তর : খ) ইব
রচনামূলক প্রশ্ন ও উত্তর :
প্রশ্ন : ১। পদার্থ কী?
উত্তর : যার ওজন আছে, জাযগা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয় তাই পদার্থ।
২। যৌগিক পদার্থ কাকে বলে?
উত্তর : যে পদার্থকে বিশ্লেষণ করলে দ্ইু বা ততোধিক সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে।
সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর:
বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। হাইড্রোজেন এবং অক্সিজেন মৌলিক পদার্থ। আর পানি যৌগিক পদার্থ।
ক) পানির সংকেত কী?
খ) বায়ু একটি মিশ্র পদার্থ-ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের মৌলিক পদার্থ দুটি ভিন্ন ধরনের মৌলিক পদার্থ- ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের যৌগিক পদার্থটি সার্বজনীন দ্রাবক হিসেবে পরিচিত-ব্যাখ্যা কর।
উত্তর : ক) পানির সংকেত হলো ঐ২ঙ
খ) মিশ্রিত পদার্থে একের অধিক পদার্থ মিশ্রিত থাকে। বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইডসহ অন্যান্য পদার্থ মিশ্রিত থাকে। এজন্য বায়ু একটি মিশ্র পদার্থ।
গ) উদ্দীপকের মৌলিক পদার্থ দুটি হলো হাইড্রোজেন ও অক্সিজেন। এরা দুটি ভিন্ন ধরনের মৌলিক পদার্থ।
হাইড্রোজেনের প্রতীক ঐ এবং অক্সিজেনের প্রতীক ঙ। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১ এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮। হাইড্রোজেনের পরমাণুর কেন্দ্রে একটি প্রোটন এবং বাইরে একটি ইলেকট্রন থাকে। অপরদিকে অক্সিজেনের পরমাণুর কেন্দ্রে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন এবং বাইরে ৮টি ইলেকট্রন থাকে।
এ সকল কারণে হাইড্রোজেন ও অক্সিজেন দুটি ভিন্ন মৌলিক পদার্থ।
ঘ) উদ্দীপকের যৌগিক পদার্থটি হলো পানি। পানি হলো একটি পোলার যৌগ। পানির কোন স্বাদ, বর্ণ বা গন্ধ নেই। পানিতে মোটামুটি সব ধরনের জৈব ও অজৈব পদার্থ কম-বেশি দ্রবীভূত হয়। যা অন্য কোন দ্রাবক দ্বারা সম্ভব নয়। ঘধঈষ, ঘধঐঈঙ৩, ফিটকিরি ইত্যাদি অজৈব পদার্থ কক্ষ তাপমাত্রায় দ্রবীভূত হয়। আবার চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন সি, গ্লুকোজ প্রভৃতি জৈব পদার্থ পানিতে সহজে দ্রবীভূত হয়।
তাই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়।