
বহু নির্বাচনি প্রশ্নোত্তর
১।তাপকে কী বলা যায়?
ক) এক প্রকার শক্তি খ) এক প্রকার চাপ
গ) এ প্রকার বল ঘ) প্রকাশের মাত্রা
উত্তর : ক) এক প্রকার শক্তি
২।থার্মোমিটারে কী ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়?
ক) অক্সিজেন খ) পারদ
গ) পানি ঘ) হাইড্রোজেন
উত্তর : খ) পারদ
৩।মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক) ৯৮.৪ ডিগ্রী সেলসিয়াস
খ) ৯৭.৪ ডিগ্রী সেলসিয়াস
গ) ৯৮.৪ ডিগ্রী ফারনহাইট
ঘ) ৯৭.৪ ডিগ্রী ফারেনহাইট
উত্তর : গ) ৯৮.৪ ডিগ্রী ফারনহাইট
৪।বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে কী বলে?
ক) বায়ুর চাপ খ) বায়ুর শিশির
গ) বায়ুর আর্দ্রতা ঘ) বায়ুর তাপমাত্রা
উত্তর: গ) বায়ুর আর্দ্রতা
৫।উত্তপ্ত বস্তু থেকে কোন পদ্ধতিতে তাপ নির্গত হয়?
ক) পরিবহন খ) পরিচলন
গ) বিকিরণ ঘ) সবগুলো
উত্তর : গ) বিকিরণ
৬।কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ কোনটি?
ক) তাপ ইঞ্জিন চালনা
খ) রেল লাইনের মাঝের ফাঁক
গ) থার্মোমিটারের ব্যবহার
ঘ) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
উত্তর : খ) রেল লাইনের মাঝের ফাঁক
৭।চাকায় বেড় পরানো হয় কোন প্রসারণকে কাজে লাগিয়ে?
ক) গ্যাসের প্রসারণ খ) কঠিনের প্রসারণ
গ) তরলের প্রসারণ ঘ) সবগুলো
উত্তর : খ) কঠিনের প্রসারণ
৮।কোনো কিছু ঠান্ডা বা গরম লাগার কারণ কোনটি?
ক) শক্তি খ) তাপমাত্রা
গ) তাপ ঘ) চাপ
উত্তর : গ) তাপ
৯। পদার্থের বৈশিষ্ট্য হলো-
i) ভর নেই
ii) জায়গা দখল করে
iii) বল প্রয়োগে বাধা দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : গ) ii, iii
১০। ফারেনহাইট স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
ক) ১০০ F খ) ১৮০ F
গ) ২১২ F ঘ) ৩২ F
উত্তর : গ) ২১২ঋ
১১। তাপ সঞ্চলন কয় প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর: খ) তিন
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও।
এক পদার্থ হতে অন্য পদার্থে এবং একই বস্তুর এক প্রান্ত হতে অপর প্রান্তে তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি হলো- i) পরিবহন ii) পরিচলন এবং iii) বিকিরণ
১২। দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে কোন প্রকার পদার্থের তাপ সঞ্চালিত হয়?
ক) পানি খ) মোম
গ) এ্যালুমিনিয়াম ঘ) কাঠের টুকরা
উত্তর : ক) পানি
১৩। মাধ্যমবিহীন তাপ সঞ্চালন প্রক্রিয়া কোনটি?
ক) পরিবহন খ) পরিচলন
গ) বিকিরণ ঘ) ব্যাপন
উত্তর : গ) বিকিরণ
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর :
প্রশ্ন : ১। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কী?
উত্তর : তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য নিম্নরূপ:
তাপতাপমাত্রার) তাপ এক ধরনের শক্তির) তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা
ii) তাপের করণে কোন কিছু ঠান্ডা বা গরম লাগে
ii) তাপমাত্রা কোন কিছু কতটুকু ঠান্ডা বা গরম তা প্রকাশ করে
iii) তাপের সঞ্চালন বস্তুর তাপের উপর নির্ভর করে না
iii) তাপের সঞ্চালন বস্তুর তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভরশীল।
প্রশ্ন : ২। রেললাইনের পাতের সংযোগস্থলে কিছুটা ফাঁক রাখা হয় কেন?
উত্তর : রেলগাড়ি চলার সময় লোহার চাকার সাথে ঘর্ষণে লোহার পাত গরম হয়ে কিছুটা বেড়ে যায়। লোহার পাতের সংযোগস্থলে ফাঁক না থাকলে পাতদ্বয়ের সংঘর্ষে তা বেঁকে যেত এবং রেল দুর্ঘটনায় পতিত হতো। ফাঁক থাকায় লোহার পাত বেড়ে ফাঁকটুকু পূরণ করে। এতে লোহার পাত বেঁকে যায় না। এজন্য রেল লাইনের পাতের সংযোগস্থলে কিছুটা ফাঁক রাখা হয়।
সৃজনশীল রচনামূলক-প্রশ্নোত্তর
প্রশ্ন : ১।
ক) শোষক কী?
খ) মরু অঞ্চলে রাতে তীব্র শীত অনুভূত হয় কেন?
গ) চিত্রের পরিমাপ যন্ত্রটির বর্ণনা দাও।
ঘ) ব্যবহারিক জীবনে যন্ত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর : ক) যে সব পদার্থ তাপ শোষণ করে নেয় তাদেরকে শোষক বলে।
খ) মরু অঞ্চলে রাতের বেলায় ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে। মরু অঞ্চলের শুষ্ক বায়ুর মধ্য দিয়ে বিকীর্ণ তাপ সহজেই বায়ুমন্ডল ভেদ করে চলে যায় এবং ভূ-পৃষ্ঠ খুব শীতল হয়। এজন্য মরু অঞ্চলে রাতের বেলায় তীব্র শীত অনুভূত হয়।
গ) উদ্দীপকে দেয় চিত্রটি হল তাপমাত্রা পরিমাপের যন্ত্র থার্মোমিটার। এটি পারদ থার্মোমিটার। জ্বর মাপার জন্য এটি ব্যবহৃত হয়।
এ থার্মোমিটারে সরু ও সুষম ছিদ্রযুক্ত একটি কাঁচনল থাকে। নলটির একপ্রান্তে পাতলা দেয়ালসহ একটি বাল্ব থাকে। বাল্বটি পূর্ণ করে ফাঁপা নলটির কিছু অংশে পারদ ভরা হয়। নলের বাকি অংশে খুব সামান্য পরিমাণ পারদ বাষ্প থাকে। নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট স্কেল অনুযায়ী দাগ কাটা হয়।
তাপমাত্রা নির্ণয়ের পদ্ধতি : থার্মোমিটারের নলের ছিদ্রটি খুব সরু হওয়ায় বাল্বের তাপমাত্রা একটু বাড়লেই সরু ছিদ্র দিয়ে পারদ অনেকখানি উপরে উঠে যায়। বিভিন্ন তাপমাত্রায় পারদের উচ্চতা বিভিন্ন হয়। থার্মোমিটার নলের নির্দিষ্ট স্কেলে দাগ কাটা দেখে পারদের উচ্চতা অনুযায়ী তাপমাত্রা নির্ধঅরণ করা হয়।
ঘ) ব্যবহারিক জীবনে থার্মোমিটারের ব্যবহার নিম্নরূপ:
র) মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে জ্বর হয়েছে বলে ধরা হয়। এই জ্বর পরিমাপের জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়।
ii) বায়ুর তাপমাত্রা মাপার জন্য আবহাওয়াবিদগণ থার্মোমিটার ব্যবহার করতে থাকেন
iii) শিল্প কারখানায় নির্দিষ্ট তাপ মাত্রা বজায় রাখতে হয়। সেজন্য কল-কারখানায়ও থার্মোমিটার ব্যবহার করা হয়।
iv) ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষা করার সময়ও থার্মোমিটার ব্যবহার করা হয়।