
বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের ১২ দফা ইশতেহার
দেশের তৈরিপোশাক শিল্পকে ১০০ বিনিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছাতে ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিজিএমইএ সম্মিলিত পরিষদ। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, গ্রিন ফান্ডিং ডেস্ক চালু, পণ্য ও বাজার বহুমুখীকরণ, এলডিসি পারবর্তী কৌশল, ওয়ানস্টপ এক্সপোর্ট সাপোর্ট চালুকরণ, ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট চালুকরণ, বাণিজ্য সহায়তা ও এনবিআর সংস্কার, সবুজ শিল্পায়ন প্রভৃতি ইশতেহারে স্থান পায়।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করে প্যানেল লিডার মো. আবুল কালাম। অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের নির্বাচনের প্রধান সমন্বয়ক ফারুক হাসান তাদের নেতৃত্বে তৈরিপোশাক শিল্পের জন্য তাদের বিভিন্ন অর্জন তুলে ধরেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের অর্থনীতিবিদ হাসনাত আলম সামগ্রিক অর্থনীতি ও তৈরিপোশাক শিল্পের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
সাবেক সভাপতি কাগী মািনরুজ্জামানসহ প্যানেলের প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। আবুল কালাম বলেন, সবুজ অর্থায়নের জন্য ‘গ্রিন ফান্ডিং ডেস্ক’ গঠন করা হবে। সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে। মার্কেট এক্সপ্যানশন ডেস্ক গঠন করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বাজার সম্প্রসারণ ও ইউরোপ-আমেরিকার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ থাকবে। শুল্ক সুবিধা কমে যাওয়া ঠেকাতে স্মার্ট রাজস্ব নীতি ও প্রণোদনার মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও মজুরি স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ভবিষ্যৎ সংকট ব্যবস্থাপনার জন্য শ্রমিক সেবা ফান্ডে বাধ্যতামূলক মাসিক সঞ্চয় ব্যবস্থা করা হবে। রপ্তানিতে নতুন উদ্যোক্তা, নারী নেতৃত্ব ও এসএমইদের জন্য তথ্যনির্ভর, প্রযুক্তিনির্ভর সেবা কাঠামো চালু করা হবে। ডেস্ক, বাজার, ক্রেতা মানদ- ও ট্রেন্ডস বিশ্লেষণে নীতিনির্ধারণ পর্যবেক্ষণ সেল, উৎপাদন দক্ষতা পরিমাপ ও তথ্যভিত্তিক বিশ্লেষণে ডিজিটাল ফ্যাক্টরি টুলস এবং প্রযুক্তি গ্রহণে প্রতিষ্ঠানের জন্য কাস্টম গাইডলাইন দিতে স্মার্ট ফ্যাক্টরি রোডম্যাপ তৈরি করা হবে।