ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের ১২ দফা ইশতেহার

জনকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৪, ২১ মে ২০২৫

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের ১২ দফা ইশতেহার

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের ১২ দফা ইশতেহার

দেশের তৈরিপোশাক শিল্পকে ১০০ বিনিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছাতে ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিজিএমইএ সম্মিলিত পরিষদ। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, গ্রিন ফান্ডিং ডেস্ক চালু, পণ্য ও বাজার বহুমুখীকরণ, এলডিসি পারবর্তী কৌশল, ওয়ানস্টপ এক্সপোর্ট সাপোর্ট চালুকরণ, ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট চালুকরণ, বাণিজ্য সহায়তা ও এনবিআর সংস্কার, সবুজ শিল্পায়ন প্রভৃতি ইশতেহারে স্থান পায়।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করে প্যানেল লিডার মো. আবুল কালাম। অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের নির্বাচনের প্রধান সমন্বয়ক ফারুক হাসান তাদের নেতৃত্বে তৈরিপোশাক শিল্পের জন্য তাদের বিভিন্ন অর্জন তুলে ধরেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের অর্থনীতিবিদ হাসনাত আলম সামগ্রিক অর্থনীতি ও তৈরিপোশাক শিল্পের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

সাবেক সভাপতি কাগী মািনরুজ্জামানসহ প্যানেলের প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। আবুল কালাম বলেন, সবুজ অর্থায়নের জন্য ‘গ্রিন ফান্ডিং ডেস্ক’ গঠন করা হবে। সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে। মার্কেট এক্সপ্যানশন ডেস্ক গঠন করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বাজার সম্প্রসারণ ও ইউরোপ-আমেরিকার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ থাকবে। শুল্ক সুবিধা কমে যাওয়া ঠেকাতে স্মার্ট রাজস্ব নীতি ও প্রণোদনার মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও মজুরি স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ভবিষ্যৎ সংকট ব্যবস্থাপনার জন্য শ্রমিক সেবা ফান্ডে বাধ্যতামূলক মাসিক সঞ্চয় ব্যবস্থা করা হবে। রপ্তানিতে নতুন উদ্যোক্তা, নারী নেতৃত্ব ও এসএমইদের জন্য তথ্যনির্ভর, প্রযুক্তিনির্ভর সেবা কাঠামো চালু করা হবে। ডেস্ক, বাজার, ক্রেতা মানদ- ও ট্রেন্ডস বিশ্লেষণে নীতিনির্ধারণ পর্যবেক্ষণ সেল, উৎপাদন দক্ষতা পরিমাপ ও তথ্যভিত্তিক বিশ্লেষণে ডিজিটাল ফ্যাক্টরি টুলস এবং প্রযুক্তি গ্রহণে প্রতিষ্ঠানের জন্য কাস্টম গাইডলাইন দিতে স্মার্ট ফ্যাক্টরি রোডম্যাপ তৈরি করা হবে।

×