ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ব্যাংকিং খাতে বিপদের শঙ্কা কেটেছে: গভর্নর

প্রকাশিত: ১৮:২০, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:২২, ১১ নভেম্বর ২০২৪

ব্যাংকিং খাতে বিপদের শঙ্কা কেটেছে: গভর্নর

ব্যাংকিং খাতে বড় কোনো বিপদের শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর।

 

তিনি বললেন, গত ৩ মাসে কোনো টাকা ছাপানো হয়নি। অর্থনৈতিক সংকট কাটাতে আমরা টাকা ছাপাচ্ছি না। কেনো আর্থিক প্রতিষ্ঠান যেন বন্ধ না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

 

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

আহসান এইচ মনসুর বলেন, পাচার হওয়া অর্থ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছে। এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও জাস্টিস ডিপার্টমেন্টের প্রতিনিধিরা বাংলাদেশে আসবেন।

 

তিনি আরও বলেন, উন্নত দেশে ১২ মাসের নিচে মূল্যস্ফীতি কমানো যায়নি। এখানেও আরও ৮ মাস দিতে হবে

তানজিলা

×