ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রাহায়ণ ১৪৩০

মিরসরাই ইউনিটে উৎপাদন কার্যক্রম শুরু করলো ম্যারিকো বাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৩

মিরসরাই ইউনিটে উৎপাদন কার্যক্রম শুরু করলো ম্যারিকো বাংলাদেশ

ম্যারিকো বাংলাদেশ

বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি’র (বেজা) নির্দেশনায় মিরসরাই ইকোনমিক জোনে (এমইজেড) অবস্থিত ৩য় ম্যানুফ্যাকচারিং ইউনিটে বাণিজ্যিক উত্পাদন শুরুর ঘোষণা দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

মিরসরাই ইউনিটে প্রাথমিক পর্যায়ে ম্যারিকো’র ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল (ভাহো) পণ্যসমূহ উৎপাদন হবে, যার জন্য ২২০ কোটি টাকার বিশাল বিনিয়োগ নিয়ে বিভিন্ন ধাপে ব্যয়ের পরিকল্পনা করেছে ম্যারিকো। ইউনিটটি নতুন অর্থনৈতিক সুযোগের সূচনা করেছে, ফলে এমইজেড সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন চাকরি সুযোগ তৈরি হয়েছে।

ম্যারিকো বাংলাদেশ-এর ৯৯% পণ্যই স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এবং ম্যারিকো ‘মেইড ইন বাংলাদেশ’-এর প্রতিনিধিত্বকারী একটি গর্বিত প্রতিষ্ঠান।

ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে- 
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং রূপচর্চা ও স্বাস্থ্যসেবা পণ্যের সমাহারসমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্রুমিং ক্যাটাগরির ৪৩টি ব্র্যান্ড নিয়ে সারাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনার মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট অ্যাডভান্সড ক্রমবর্ধমান ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ডের মধ্যে স্থান করে নিয়েছে। 

সম্প্রতি, কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে কোম্পানি তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে প্যারাসুট অ্যাডভান্সড অনিয়ন এনরিচড কোকোনাট অয়েল, প্যারাস্যুট জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ এবং পুরুষদের জন্য শ্যাম্পু, ফেসওয়াশ, জেল ও ডিওডোরেন্টসমৃদ্ধ স্টুডিও এক্স ইত্যাদি। মেইড ইন বাংলাদেশ-এর গর্বিত দূত হিসেবে ম্যারিকোর ৯৯% পণ্যই দেশে তৈরি হয়, যা ইন্ডিয়া, নেপাল, ভুটান, ভিয়েতনাম, দুবাই, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং তানজানিয়াতে রপ্তানী করা হয়।
 

 

কাওসার