ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ উপলক্ষে জমে উঠেছে রাশিয়ার পর্যটন

প্রকাশিত: ০৪:৩২, ২৭ জুন ২০১৮

বিশ্বকাপ উপলক্ষে জমে উঠেছে রাশিয়ার পর্যটন

বিশ্বকাপ উপলক্ষে জমে উঠেছে রাশিয়ার পর্যটন। খেলা দেখার পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন বিদেশী পর্যটকরা। সেই সঙ্গে করে নিচ্ছেন বিপুল পরিমাণ কেনাকাটাও। তাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে ঐতিহাসিক স্থাপনা, সময় কাটাচ্ছেন সৈকতে। সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক নেতা জোসেফ স্ট্যালিনের দ্য সামার হাউজ। গ্রীষ্ম ও শরৎকালে এখানে সময় কাটাতেন স্ট্যালিন ও তার পরিবারের সদস্যরা। বিশ্বকাপ উপলক্ষে রাশিয়া ভ্রমণে থাকা বিদেশীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ৮১ বছর আগে নির্মিত এই ভবন। এর অভ্যন্তরীণ ও বাহ্যিক নকশায় মুগ্ধ পর্যটকরা। এই ঐতিহাসিক স্থাপনা দেখতে প্রতিদিন রাশিয়ার সাগর তীরবর্তী শহর সোচিতে ভ্রমণ করছেন হাজারো পর্যটক। বিশ্বকাপ উপলক্ষে খুব সহজে রাশিয়া প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। খেলা দেখার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি সম্পর্কেও জানতে পারছি। আরও লম্বা সময়ের এখানে থাকতে পারলে ভাল লাগত। -অর্থনৈতিক রিপোর্টার
×