ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লঙ্কাবাংলা ফাইন্যান্সের রাইট শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৩:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮

লঙ্কাবাংলা ফাইন্যান্সের রাইট শেয়ার বিওতে জমা

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি গত ৩১ জানুয়ারি সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের রাইট শেয়ার বিও হিসাবে জমা দিয়েছে। এর আগে কোম্পানিটি গত ১৭ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে রাইটের জন্য আবেদন গ্রহণ করে। বিএসইসি কোম্পানিটিকে ১:২ হারে অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি হিসেবে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে। রাইট ইস্যুর মাধ্যমে লংকাবাংলা ১০ টাকা অভিহিত মূল্যে বাজার থেকে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উত্তোলন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে পাওয়ার গ্রিড পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×