ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে মোবাইলে লেনদেন শুরু ৯ মার্চ

প্রকাশিত: ০৩:৩৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ডিএসইতে মোবাইলে লেনদেন শুরু ৯ মার্চ

আগামী ৯ মার্চ থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইলের মাধ্যমে লেনদেন করা যাবে। ওইদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইল ট্রেডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। যদিও এর আগেই মোবাইলের মাধ্যমে লেনদেন চালুর কথা ছিল। সূত্রে আরও জানা গেছে, আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা বলেন, এর আগে ২৫ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই মোবাইল ট্রেডিং উদ্বোধন করার কথা ছিল। তিনি তা পরিবর্তন করেন। পরে অর্থমন্ত্রী আগামী ৯ মার্চ সময় দিয়েছেন। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×