ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ওরিয়ন ফার্মার ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৫:২৭, ২৯ জুন ২০১৫

ওরিয়ন ফার্মার ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভা রবিবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ওরিয়ন ফার্মা প্লান্টে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক গোলাম মহিউদ্দিন, লেঃ কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অব), কোম্পানি সচিব ফেরদাউস জামান ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার সমরেশ বণিক। সভায় ২০১৪ অর্থবছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
×