ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রাশেদ আহমেদ চৌধুরী এবং ড. আরিফ দৌলা এমটিবির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

প্রকাশিত: ২১:২৪, ৩ মে ২০২৫; আপডেট: ২২:৩৫, ৩ মে ২০২৫

রাশেদ আহমেদ চৌধুরী এবং ড. আরিফ দৌলা এমটিবির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

রাশেদ আহমেদ চৌধুরী এবং ড. আরিফ দৌলা

রাশেদ আহমেদ চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্বভার গ্রহণের আগে তিনি অত্র ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। চৌধুরী এবিসি বিল্ডিং  প্রোডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া, তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।

এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত অত্র ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং প্রাক্তন চেয়ারম্যান। তিনি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের (আইআইইআইঅ্যান্ডএইচ) ব্যবস্থাপনা কমিটির সদস্য।

×