ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এসএমই শিল্পের সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:১৫, ৩ মে ২০২৫

এসএমই শিল্পের সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ

এসএমই শিল্পের সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ

দেশের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি তথা এসএমই শিল্পের সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সংগঠনটি মনে করে দেশের এসএমই খাতের বিকাশ হলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। বিশেষ করে এসএমই খাতের সংজ্ঞা নির্ধারণ করে করে কুটির এবং এসএমই খাতের আলাদা করে সুযোগ তৈরি করা হলে এ খাতে বিনিয়োগ আরও বাড়বে।

এছাড়া উদ্যোক্তাদের এসএমই খাতে বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। এজন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করে দেওয়া, নতুন শিল্প স্থাপন ও বিনিয়োগ করা হলে ট্যাক্স হলিডে সুবিধা নিশ্চিত করার কথা বলেন উদ্যোক্তারা। শনিবার ঢাকায় বিসিআই বোর্ডরুমে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বিশেষ করে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যাসমূহ নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকেই বক্তারা এসএমই খাত উন্নয়নের ওপর জোর দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রীতি চক্রবর্তী। বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি অনুষ্ঠান পরিচালনা করেন।

বিসিআই ধারাবাহিকভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বিশেষ করে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা সমূহ নিয়ে মতবিনিময়ের জন্য খাতভিত্তিক বিভিন্ন স্টেকহোল্ডারকে আমন্ত্রণ জানিয়ে তাদের কাছ থেকে নিজ নিজ সেক্টরের সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের পথ বের করার জন্য কাজ করছে। আর এরই ধারাবাহিকতায়  আজ ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিনিধিবৃন্দকে এবারের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে প্রীতি চক্রবর্তী বলেন, দেশের শিল্পখাতে ৯০ শতাংশ এসমএই খাতে অন্তর্ভুক্ত।

এখানে কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি মানের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সবার সমস্যা ও সুযোগ-সুবিধা এক রকম নয়। এজন্য এসএমই খাতের নতুন সংজ্ঞা নির্ধারণ করতে হবে। ইতোমধ্যে এ ব্যাপারে এসএমই ফাউন্ডেশন একমত পোষণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এটা ভালো যে তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করে। এসএমই খাত উন্নয়নে সামগ্রিকভাবে সবাইকে নিয়েই কাজ করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। 
এ সময় শহীদুল ইসলাম নিরু, পরিচালক, বিসিআই, জাহাঙ্গীর আলম, পরিচালক, বিসিআই, শাহেদুল ইসলাম (হেলাল), সাবেক সভাপতি, বিসিআই, ওবায়দুর রহমান, সভাপতি, বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, আলি জামান, সভাপতি, এসএমই ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মো. আব্দুর রাজ্জাক, সভাপতি, বিইআইওএ, ইঞ্জি. উৎপল কুমার দাস, সভাপতি, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ইসমাত জেরিন খান, সদস্য, বিসিআই, ড. সৈয়দ ইহছানুল করিম, সাবেক পরিচালক (টিটিআই) বিটাক, শাহরিয়ার আহমেদ, পরিচালক, বিইআইওএ, সঞ্জয় পাল, সিনিয়র ম্যানেজার (এসএমই ব্যাংকিং) সিমান্ত ব্যাংক পিএলসি, একেএম জাহিদুল হক, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, পিকেএসএফ, হাবিবুর রহমান, জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, মো. খালেদ আবু নাসের, সাবেক পরিচালক, বাংলাদেশ কম্পিটিশন কমিশন, মঈনুল ইসলাম, উপ-ব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন, মো. মাহমুদুল আলম, সদস্য, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, দিলিপ মজুমদার, সদস্য, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ড. ইঞ্জিনিয়ার মাজহারুল হাবিব, অতিরিক্ত পরিচালক ও কেন্দ্র প্রধান, বিটাক, মো. শেখ সাদি, সদস্য, এগ্রিকালচার মেশিনারিজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, মাকসুমুল আজিম, ডেপুটি হেড অব অপারেশনস অ্যান্ড লজিস্টিকস উত্তরা মোটরস লি. প্রমুখ উপস্থিত থেকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যাসমূহ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সকলের বক্তব্য শুনে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বিসিআই দেশে নতুন উদ্যোক্তা, মাইক্রো ও স্মল শিল্প উদ্যোক্তা সৃষ্টি এবং উন্নয়নে কাজ করে চলেছে বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু ইকোনোমি, চামড়াজাত পণ্য ইত্যাদি খাতের উন্নয়নে কাজ করছে। এছাড়াও, স্থানীয় সকল শিল্পের সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে বিসিআই কাজ করে চলেছে।

এই সভায় বিভিন্ন সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানে ঋণ ব্যবস্থা, পরিবেশ সার্টিফিকেশন, নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির প্রতিবন্ধকতা, মূসক ও কর ব্যবস্থাপনা, সার্টিফিকেশন, বাজার ব্যবস্থাপনা, প্রতিযোগিতা আইনের বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

×