ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত

শেয়ারবাজারে সূচক বাড়ল

অর্থনৈরিপোর্টার

প্রকাশিত: ০১:২৪, ৩০ অক্টোবর ২০২৪; আপডেট: ০৮:৩১, ৩০ অক্টোবর ২০২৪

শেয়ারবাজারে সূচক বাড়ল

টানা পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল দেশের শেয়ারবাজার

টানা পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল দেশের শেয়ারবাজার। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভের মধ্যেও মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে প্রায় ১২০ পয়েন্ট।
তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, টানা পতনের প্রতিবাদে মঙ্গলবারও বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে। দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

এরপরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে জড়ো হন তারা। বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠে মতিঝিল পাড়া। বিনিয়োগকারীদের এখন মূল দাবিই মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।
বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারণ বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদের পদত্যাগ করা উচিত।
তাদের দাবি, মাশরুর রিয়াজকে নিয়ে সামান্য বিতর্ক উঠতেই তিনি আর বিএসইসিতে চেয়ারম্যানের দায়িত্ব নেননি। অথচ এখন সবাই মাকসুদের বিপক্ষে এবং তার পদত্যাগ চায়। কিন্তু তারপরেও নির্লজ্জ মাকসুদ পদত্যাগ করছেন না। এ থেকেই তার অযোগ্যতার পাশাপাশি ব্যক্তিত্ব না থাকার বিষয়টিও ফুটে উঠেছে।
চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলার মধ্যেও মঙ্গলবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০১৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৭ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৭ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০ কোটি ৬৬ লাখ টাকার বা ৩ শতাংশ।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১২টি বা ৭৯.১৮ শতাংশের। আর দর কমেছে ৫৭টি বা ১৪.৪৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৫টি বা ৬.৩৪ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ৫৬টির এবং পরিবর্তন হয়নি ২২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০১৮ পয়েন্টে।

×