ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মস্তিষ্কে রড ঢুকেছিল নির্মাণ শ্রমিক হাসানের, তিন ঘণ্টার অপারেশনে প্রাণে বাঁচলেন

প্রকাশিত: ০১:২৫, ২৭ মে ২০২৫; আপডেট: ০১:২৬, ২৭ মে ২০২৫

মস্তিষ্কে রড ঢুকেছিল নির্মাণ শ্রমিক হাসানের, তিন ঘণ্টার অপারেশনে প্রাণে বাঁচলেন

ছবি: সংগৃহীত

সোমবার (২৬ মে ২০২৫) সকাল ৭টার কিছু পরে ঢাকার আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধৌড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন নির্মাণশ্রমিক মো. হাসান মিয়া (৩০)। কাজ করার সময় এক্সপ্রেসওয়ের উপর থেকে একটি রড বল্টু সহ নিচে পড়ে তার মাথায় লাগে। হেলমেট ভেঙে রডটি মাথার খুলির ভেতর ঢুকে মগজে প্রবেশ করে।

ঘটনার পরপরই সহকর্মীরা আহত হাসান মিয়াকে দ্রুত ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত সিটি স্ক্যান করান এবং নিউরোসার্জন ডা. মো. হুমায়ুন রশিদ জরুরি বিভাগেই তাকে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণে নেন।

রোগীর স্বজন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের তদারকী প্রতিষ্ঠানের সুপারভাইজারের সম্মতিতে মাত্র এক ঘণ্টার মধ্যে রোগীর মস্তিষ্কে জরুরি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। নিউরোসার্জন ডা. মো. হুমায়ুন রশিদ ও তার চিকিৎসক দল দক্ষ হাতে প্রায় ৩ ইঞ্চি গভীরভাবে ঢুকে যাওয়া রডটি মস্তিষ্ক থেকে সফলভাবে অপসারণ করেন।

অপারেশনটি প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের অভিজ্ঞ অ্যানেস্থেশিওলজিস্ট দল। অপারেশনের পর রোগীর জ্ঞান ফিরে আসে এবং তিনি স্বাভাবিকভাবে হাত-পা নাড়াতে এবং কথা বলতে সক্ষম হন।

এমন সফল ও দ্রুত চিকিৎসা পেয়ে রোগীর স্বজনরা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুর্ঘটনাটি চিকিৎসা ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তথ্যসূত্র:
নিউরোসার্জন ডা. মো. হুমায়ুন রশিদের ফেসবুক পেজ

×